কেন্দ্রের DA-র হার ৫৫ শতাংশ। এদিকে রাজ্য ৪ শতাংশ ডিএ বাড়ানোর পরে সরকারি কর্মীরা পাচ্ছেন ১৮ শতাংশ ডিএ।
57
এখনও কেন্দ্র ও রাজ্যের DA-র তফাৎ ৩৭ শতাংশ। এই ফারাক মেটাতে আরও একটা বেতন কমিশন গঠন করা উচিত বলে মনে করছেন সরকারি কর্মীরা।
67
তবে এখনও স্যালারি পাননি রাজ্যের শিক্ষক-শিক্ষিকারা। সাধারণত ১ বা ২ তারিখে মধ্যে বেতন ঢোকে রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের। তাই তাঁদেরও DA-র টাকা ঢুকতে পারে বলে আশা করা যাচ্ছে।
77
বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্নাঙ্গ বাজেট পেশ করেছেন। সেই বাজেটেই এই DA-র কথা ঘোষণা করা হয়েছে।