Rain Forecast: ৪৪ বছরের রকর্ড তাপমাত্রা কলকাতার, শহরের উষ্ণতম দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস
৪৪ বছরের রেকর্ড তাপমাত্রা কলকাতায়। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতার তাপমাত্রা মঙ্গলবার ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। তবে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
গত ৪৪ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙে দিল। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি। সকাল থেকেই প্রখর রোদ। দিন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হুহু করে বাড়তে থাকে তাপমাত্রার পারদ।
দমদমে রেকর্ড
আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী সল্টলেক ও দমদমে মঙ্গলবার দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি। আলিপুর, হাওড়ার তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি।
রোদের প্রকোপ
সকাল থেকেই প্রখর রোদ। সঙ্গে গরম হাওয়া। লু বইছে। বাড়ির বাইরে বার হলেও হাত পা পুড়ে যাচ্ছে। ঘরে বাইরে কোথাও শান্তি নেই।
গোটা এপ্রিলেই তাপপ্রবাহ
গোটা এপ্রিল জুড়েই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলছে। দক্ষিণবঙ্গের প্রায় সব কটি জেলায় অসহ্য গরম। পশ্চিমের জেলাগুলিতে অতিরিক্ত তাপপ্রবাহ রয়েছে।
আলিপুর হাওয়া অফিসের মতে মঙ্গলবারই ছিল শহরের উষ্ণতম দিন।
স্বস্তি নেই
আপাতত কলকাতা সহ গাঙ্গেয় উপত্যকায় কোনও স্বস্তি নেই। ৬ মে-র আগে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস।
মঙ্গলে চরম আবহাওয়া
আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব কটি পাশাপাশি উত্তর বঙ্গেও জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা,মুর্শিদাবাদের তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।
বুধবারের আবহাওয়া
আগামিকালও পরিস্থিতির বিশেষ কোনও উন্নতি হবে না। উত্তরের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনি-রবি বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী শনি ও রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টি হতে পারে।