উত্তর ও দক্ষিণ, উভয় বঙ্গেই তাপমাত্রার কোনও হেরফের হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ভ্যাপসা গরম বজায় থাকলেও দক্ষিণের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।
গাঙ্গেয় বঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন নেই।
উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা বৃষ্টি চলতে পারে শুক্রবার পর্যন্ত।
পার্বত্য জেলাগুলিতেও আগামী ৫ দিনে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। আরও পড়ুন-
Kar Kache Koi Moner Kotha: 'পুতুল'-এর হাতে পুতুল, জন্মাষ্টমীতে কি বিশেষ পর্বের ইঙ্গিত দিলেন শ্রীতমা?Jasprit Bumrah News: বুমরা পরিবারে নতুন সদস্য যোগ, যশপ্রীত-সঞ্জনার নতুন জীবনে দীনেশ কার্তিকের বিশেষ উপদেশYash Nusrat: গায়ে নেই জামা, কখনও স্পষ্ট উষ্ণ বিকিনি! যশ নুসরতের ‘হট’ ছবিতে উন্মাদ টলিপাড়া