উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, যা নিম্নচাপে পরিণত হতে পারে ৫ সেপ্টেম্বরের মধ্যেই। ফলে, দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম থেকে মিলতে পারে স্বস্তি।
26
সোমবার গাঙ্গেয় বঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন ভোরবেলা থেকেই ঘন মেঘে ঢেকেছে শহরের আকাশ।
36
সোমবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলায়। কলকাতা সহ দক্ষিণের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
46
বৃষ্টির কারণে সোমবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও ২ থেকে ৩ ডিগ্রি কমে যেতে পারে। তবে, মঙ্গলবারের পর থেকে আবার চড়তে পারে পারদ।
56
উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি সহ সমস্ত পার্বত্য জেলাগুলিতে সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
66
বৃষ্টির সঙ্গে জারি থাকতে পারে বজ্রপাত। উত্তরবঙ্গে আগামী ২-৩ দিন ধরে তাপমাত্রা উর্ধ্বমুখী থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।