চড়চড় করে বেড়েই চলেছে কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গে আপাতত ঊর্ধ্বমুখীই থাকবে পারদ

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পেরিয়ে গেল ২১ ডিগ্রি সেলসিয়াস।

Web Desk - ANB | Published : Feb 13, 2023 1:42 AM IST / Updated: Feb 13 2023, 07:15 AM IST

রবিবারের পর সোমবারেও পশ্চিমবঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে হু হু করে বেড়ে চলেছে তাপমাত্রা। বেলা বাড়লে তা আরও বেড়ে ছাড়িয়ে যাচ্ছে তিরিশের মাত্রা। ফলত, বসন্তকালে বেশ গরমের দাপটে তৈরি হচ্ছে অস্বস্তিকর আবহাওয়া।

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পেরিয়ে গেল ২১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে একেবারে ৪ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গে তাপমাত্রা সর্বোচ্চ ৩২ ডিগ্রির চেয়েও বেশি হতে পারে আসানসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, দিঘা ইত্যাদি অঞ্চলে। তবে, আবহাওয়া শুষ্ক থাকার দরুন বাতাসের কুয়াশার চাদর ধীরে ধীরে সরে যাবে বলে জানা গেছে।

উত্তরবঙ্গে দার্জিলিং জেলায় আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, কালিম্পং জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। উত্তরে শুধুমাত্রা দার্জিলিং জেলার কিছু কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে, দার্জিলিঙের ওই কয়েক অংশ ছাড়া সম্পূর্ণ পশ্চিমবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন-

ভ্যালেন্টাইনস ডে-তে গরুর যদি জড়াজড়ি করতে ভালো না লাগে? গরু-প্রেমীদের উদ্দেশ্যে চন্দ্রিল ভট্টাচার্যের প্রশ্ন
তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে ‘মৃতের সংখ্যা পেরিয়ে যেতে পারে ৫০ হাজার’, হাতের ট্যাটু দেখে খুঁজে পাওয়া গেল ভারতের বিজয় কুমারের দেহ
জমি বিতর্কে এবার কড়া হলেন নোবেলজয়ী অমর্ত্য সেন, বিশ্বভারতী কর্তৃপক্ষকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ

Share this article
click me!