কেন ঘটনার দিন হোটেল বুক করেছিলেন সন্দীপ ঘনিষ্ঠ আশিস? ভাড়া থাকার রহস্য জানতে মরিয়া সিবিআই

Published : Sep 19, 2024, 07:21 PM ISTUpdated : Sep 19, 2024, 07:22 PM IST

কেন ঘটনার দিন হোটেল বুক করেছিলেন সন্দীপ ঘনিষ্ঠ আশিস? ভাড়া থাকার রহস্য জানতে মরিয়া সিবিআই

PREV
18
কেন ঘটনার দিন হোটেল বুক করেছিলেন সন্দীপ ঘনিষ্ঠ আশিস?

সন্দীপ ঘোষের ডান হাত ছিলেন আশিস পান্ডে। শুধু তাই নয় চিকিৎসক অভীক দে-রও ঘনিষ্ঠ ছিলেন এই আশিস। এবার এই ব্যক্তির বিরুদ্ধে উঠে আসছে ভয়ঙ্কর অভিযোগ।

28
কেন ঘটনার দিন হোটেল বুক করেছিলেন সন্দীপ ঘনিষ্ঠ আশিস?

গত ৯ অগাস্ট একটি বিশেষ অ্যাপের মাধ্যমে হোটেল বুকিং করে সেই হোটেলে কেন থেকে ছিলেন এই আশিস।

38
কেন ঘটনার দিন হোটেল বুক করেছিলেন সন্দীপ ঘনিষ্ঠ আশিস?

কেনই বা ১০ তারিখ সেই হোটেল থেকে বের হন তিনি। কেন তিনি হোটেলে ছিলেন? কেন হঠাৎ ভাড়া করা ঘরে থাকতে হয়েছিল তাঁকে। এবার নতুন রহস্যের খোঁজ পেল সিবিআই।

48
কেন ঘটনার দিন হোটেল বুক করেছিলেন সন্দীপ ঘনিষ্ঠ আশিস?

ক্রমেই আরজিকর কাণ্ডের জট আরও জটিল হচ্ছে। ফের আরও এক কর্মীকে তলব করা হয়েছে। জানা গিয়েছ যে ব্যক্তিকে ডাকা হয়েছে তাঁরই হোটেলে ছিলেন আশিস।

58
কেন ঘটনার দিন হোটেল বুক করেছিলেন সন্দীপ ঘনিষ্ঠ আশিস?

হোটেলে থাকার যাবতীয় ডিটেলস তথ্য জানতেই রেজিস্টার খাতা-সহ তলব করা হয়েছে ওই হোটেল কর্মীকে বলে জানা গিয়েছে।

68
কেন ঘটনার দিন হোটেল বুক করেছিলেন সন্দীপ ঘনিষ্ঠ আশিস?

৯ অগাস্ট বিধাননগর এলাকার একটি হোটেলে ছিলেন আশিস। এর আগেও আশিসকে জিজ্ঞসাবাদ করেছে সিবিআই। হোটেলে থাকার আসর কারণ খুঁজছে সিবিআই।

78
কেন ঘটনার দিন হোটেল বুক করেছিলেন সন্দীপ ঘনিষ্ঠ আশিস?

আরজিকর ঘটনায় অন্যান্য হাসপাতালের চিকিৎসকেদের তলব করা হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে। বুধবার ডাক্তার কিষান প্রধান ও ডাক্তার সুভাষ দাশগুপ্ত নামের কলকাতা হার্ট ক্লিনিকের দুই চিকিৎসককে তলব করা হয়েছে। তাঁদের বয়ান রেকর্ডও করা হয়েছে।

88
কেন ঘটনার দিন হোটেল বুক করেছিলেন সন্দীপ ঘনিষ্ঠ আশিস?

অন্যদিকে কলকাতা মেডিক্যাল কলেজের সুপার অঞ্জন অধিকারীকেও এদিন তলব করা হয়। তাঁর বয়ানও রেকর্ড করে সিবিআই।

click me!

Recommended Stories