Heat Wave: গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর, শনিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ, কবে হবে বৃষ্টি?

Published : Apr 25, 2025, 06:41 AM IST

Weather updates: দক্ষিণবঙ্গে তীব্র দাবদাহ অব্যাহত থাকবে শনিবার পর্যন্ত। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা।

PREV
110

দক্ষিণবঙ্গে গরমের দাবদাহে হাঁসফাঁস অবস্থা সকলের। এখনও নিস্তার নেই এই গরম থেকে।

210

আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার পর্যন্ত থাকবে এই গরমের তেজ। চলবে তাপপ্রবাহ।

410

পশ্চিমের জেলা বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের জন্য সতর্ক করা হয়েছে আগেই।

510

তেমনই গরম বাড়বে কলকাতাতেও। আজ শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি। আর সর্বনিম্ন থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

610

রবিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। সূত্রের খবর, শনিবার থেকেই পশ্চিমের জেলাগুলোতে বিক্ষিপ্তি ঝড় বৃষ্টি শুরু হবে।

710

রবিবার থেকে উত্তরবঙ্গে পাঁচ জেলায় হবে বৃষ্টি। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হবে বৃষ্টি।

810

রবিবার থেকে ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রাও কমবে। এক ধাক্কায় ৫ থেকে ৬ ডিগ্রি তাপমাত্রা কমবে বলে খবর।

910

শনিবার পর্যন্ত রাজ্যের দক্ষিণের জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস। তেমনই উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা সর্বোচ্চ থাকবে ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস।

1010

আজ চার জেলায় সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আজ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে চলবে তাপপ্রবাহ।

click me!

Recommended Stories