Weather updates: কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র গরম বৃদ্ধি পাচ্ছে। সপ্তাহান্তে তাপপ্রবাহের সম্ভাবনা, তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। সোমবার থেকে কিছুটা স্বস্তি মিললেও, তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমবে না।
সপ্তাহান্তে শুষ্ক আবহাওয়া ও উষ্ণতার ছোঁয়া আরও বেশি করে অনুভব করতে পারেন রাজ্যবাসী। এবার চলবে তাপপ্রবাহ। ফলে বাড়বে কষ্ট।
510
নিস্তার নেই পশ্চিনবঙ্গের কোনও মানুষের। এই তাপপ্রবাহ চলবে চার থেকে ছয় জেলায়। সপ্তাহানতে কলকাতায় তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি পৌঁছাবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত আরও তীব্র হবে গরম।
610
আজ শুক্রবার থেকে বাড়বে গরম। আজ শুক্রবার থেকে রবিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে গরম। এমনই জানিয়েছে হাওয়া অফিস। এই রবিবারের মধ্যে তাপমাত্রা পৌঁছাবে ৪০ ডিগ্রিতে।
710
আজ শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস।
810
আজ সকাল ও রাত উভয় সময়ের আবহাওয়া স্বাভাবিকের থেকে বেশি থাকবে। তবে দুপুরের পর আংশিক মেঘলা আকাশ দেখা দেওয়ার সম্ভাবনা আছে।
910
আজ পশ্চিমী গরম হাওয়ায় লু বইতে পারে। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে চার থেকে পাঁচ জেলায়। তাই সুস্থ থাকতে প্রয়োজন সকলের সতর্ক হওয়া।
1010
সোমবার থেকে কমতে পারে গরমের তীব্রতা। সোম ও মঙ্গলবার হতে পারে হালকা বৃষ্টি। তবে, তাতে সে অর্থে কমবে না গরম। জানা গিয়েছে এমনটাই।