West Bengal Budget 2025: এবার হাতে হাতে স্মার্ট ফোন, রাজ্য বাজেটে বিরাট ঘোষণা

Published : Feb 12, 2025, 07:49 PM ISTUpdated : Feb 12, 2025, 08:18 PM IST
Mamata Banerjee

সংক্ষিপ্ত

রাজ্য বাজেটে বিরাট ঘোষণা। 

রাজ্য বাজেট পেশ করার সময় বুধবার, এমনটাই জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এমনকি, প্রায় ৭০ হাজার আশাকর্মী এবং লক্ষাধিক অঙ্গনওয়াড়ি কর্মীর স্মার্টফোন কেনার জন্য বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দও করেছে রাজ্য সরকার (West Bengal Budget 2025)।

এদিন রাজ্য বাজেট পেশ করার সময় চন্দ্রিমা ঘোষণা করেন, রাজ্যের প্রায় লক্ষাধিক আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীকে স্মার্টফোন কিনে দেওয়ার জন্য এবারের বাজেটে নির্দিষ্ট অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে।

অর্থ প্রতিমন্ত্রী জানান, “আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা তৃণমূল স্তরে জনস্বাস্থ্য পরিকাঠামো এবং স্থানীয় মানুষের মধ্যে সেতু বন্ধন করে থাকেন। মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা প্রদান করেন তারা। এছাড়াও, অন্যান্য অ-সংক্রামক ব্যাধি, যেমন ডেঙ্গু, রক্তচাপ, মধুমেহ, যক্ষ্মা, ক্যানসার ইত্যাদি রোগের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই কর্মীরা। তাই তাদের অবদানকে সম্মান জানিয়ে এবং কাজের সুবিধার্থে সরকার ৭০ হাজার আশাকর্মী এবং এক লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মীকে স্মার্টফোন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাতে তাঁরা আরও দক্ষতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করতে পারেন।”

এদিকে রাজ্যের এই সিদ্ধান্তে ভীষণ খুশি অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীরা। তারা বলছেন, অনেক সময়েই কাজ করতে গিয়ে তাদের ফোন হ্যাং করে যায় কিংবা অ্যাপ ডাউনলোড করা যায় না সঠিকভাবে। সরকারি মোবাইল (Mobile) পেলে যে তাদের কাজের অনেকটাই সুবিধা হবে, তা বলছেন খোদ আশা কর্মীরাই (West Bengal Budget Live)।

অন্যদিকে, বাড়িতে তাদের বেশিরভাগেরই একটা করে ফোন। ফলে, কখনও কখনও তাদের ছেলেমেয়েরা সেই ফোন দিয়ে অনলাইনে পড়াশোনাও করে। সেক্ষেত্রে তখন তাদের পক্ষে সেই ফোন তারা নিয়ে বেরোতে পারেন না। এতদিনে সেই সমস্যা দূর হবে বলেই মনে করছেন তারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

মেলায় দোলনা চড়তে গিয়ে চুল আটকে বিপত্তি, চরম পরিণতি পঞ্চম শ্রেণির ছাত্রীর
SIR-এ সবথেকে বেশি নাম বাদ পড়ল এই জেলা থেকে, রইল জেলা ভিত্তিক সংখ্যা