Lakshmir Bhandar: আরও পাঁচ লক্ষ মহিলা পাবেন এই প্রকল্পের সুবিধা, বিধানসভায় যা বললেন মন্ত্রী

Published : Nov 29, 2024, 10:31 PM IST
Laxmir Bhandar

সংক্ষিপ্ত

চলতি বছরের জুন মাস পর্যন্ত, রাজ্যের ঠিক কতজন মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং এই সুবিধা দিতে রাজ্য সরকারের ঠিক কতটা খরচ হয়েছে, তাও জানিয়ে দিয়েছেন মন্ত্রী।

এবার আরও পাঁচ লক্ষ মহিলার কাছে পৌঁছে যাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। এমনটাই জানালেন মন্ত্রী শশী পাঁজা।

আসন্ন ডিসেম্বর মাস থেকে রাজ্যে আরও পাঁচ লক্ষ মহিলার কাছে পৌঁছে যাবে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা। শুক্রবার, বিধানসভায় এই কথা জানিয়ে দিলেন রাজ্যের নারী এবং শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। বিধানসভার অধিবেশনে পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানার প্রশ্নের জবাবে তিনি এই কথা জানিয়েছেন।

চলতি বছরের জুন মাস পর্যন্ত, রাজ্যের ঠিক কতজন মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং এই সুবিধা দিতে রাজ্য সরকারের ঠিক কতটা খরচ হয়েছে, তাও জানিয়ে দিয়েছেন মন্ত্রী।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন করে ৫ লক্ষ ৭ হাজার ২ জন মহিলার নাম ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। ২৫ থেকে ৬০ বছরের মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন তিনি। তবে যে মহিলাদের বয়স ৬০ বছর পেরিয়ে যাবে, তারা বার্ধক্য ভাতা পাবেন বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী।

এদিন বিধায়কের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আসন্ন ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত রাজ‍্যে মোট ২ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৫ জন মহিলা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেয়েছেন। আর এই মহিলাদের অনুদান দিতে রাজ্য সরকারের খরচ হয়েছে মোট ১৩,৫২৩.৮৮ কোটি টাকা।

গত ২০২১ সালে, বিধানসভা ভোটের আগে ফেব্রুয়ারি মাস থেকে চালু হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা রাজ্য সরকারের কাছে থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। রাজ্যে বসবাসকারী যে কোনও পরিবারের মহিলা সদস্য এই সুবিধা পেতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি