Lakshmir Bhandar: মালদা সফরে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার, মেগা আপডেট

Published : Jan 21, 2025, 05:38 PM ISTUpdated : Jan 21, 2025, 06:31 PM IST
Mamata Banerjee

সংক্ষিপ্ত

সোমবার, তিনি মালদা পৌঁছে মঙ্গলবার ইংরেজবাজারের সভায় যোগ দেন তিনি। 

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা। উত্তরবঙ্গ সফরে বেরিয়ে প্রথম দিনই মালদা পৌঁছে গেলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

সোমবার, তিনি মালদা পৌঁছে মঙ্গলবার ইংরেজবাজারের সভায় যোগ দেন তিনি। কার্যত, একাধিক ঘোষণার মধ্য দিয়ে এদিনের সভা শেষ করেন মুখ‍্যমন্ত্রী। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বাংলার বাড়িসহ একাধিক বিষয় নিয়ে তিনি আলোকপাত করেন এই সভাতে।

এই সভা থেকে মুখ‍্যমন্ত্রী জানান, “যতদিন বাঁচবেন, ততদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন আপনারা। এটা মা বোনেদের ভান্ডার। আর এই ভান্ডার উত্তরোত্তর বাড়তে থাকবে আগামীতে। তাই মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেবার চেষ্টা করবেন না। ওদের পড়াশোনা করতে দিন। দেখবেন মেয়েরাই একদিন সংসার চালাবে।”

সেইসঙ্গে, অবশ্য আবাসের টাকা নিয়ে কেন্দ্রকে তোপ দাগতে ছাড়েননি তিনি। মমতা বলেন, “কেন্দ্রীয় সরকার ঘরের টাকা দেয়না। তা সত্বেও ১২ লক্ষ পরিবারকে আমরা টাকা দিয়েছি। তাছাড়া আরও ১৬ লক্ষ পরিবারকে দেওয়া হবে। বাড়ি নিয়ে ইতিমধ্যেই সমীক্ষা চালানো হয়েছে। আগামী দেড় বছরে বাড়ি হবেই, নিশ্চিন্ত থাকুন আপনারা। কারণ, আমরা যা বলি তাই করি।”

মঙ্গলবার ইংরেজবাজারের সভায় যোগ দেন তিনি। সেখানে গিয়ে একাধিক ঘোষণার মধ্য দিয়ে এদিনের সভা শেষ করেন মুখ‍্যমন্ত্রী। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বাংলার বাড়িসহ একাধিক বিষয় নিয়ে তিনি আলোকপাত করেন এই সভাতে।

নিঃসন্দেহে রাজ্যের মহিলাদের জন্য এটি একটি বড় খবর। বাকিটা উত্তর দেবে সময়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সোম-মঙ্গল ২ দিনের ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, কোচবিহারে ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Today Live News: Share Market Today - সোমবারের বাজার প্রাথমিক লেনদেনে স্থিতিশীল থাকার সম্ভাবনা! আজ নজরে রাখুন এই ৮ স্টক