বাইকে করে নিষিদ্ধ তরল মাদক পাচারের ছক বানচাল, বারুইপুর পুলিশের হাতে ধৃত ২

Published : Jul 10, 2024, 10:26 PM IST
DRUG

সংক্ষিপ্ত

বারুইপুর থেকে মাদক সহ ধৃত। রখে দেওয়া গেল নিষিদ্ধ তরল মাদক পাচারের ছক।

বারুইপুর থেকে মাদক সহ ধৃত। রখে দেওয়া গেল নিষিদ্ধ তরল মাদক পাচারের ছক।

সূত্র মারফৎ খবর পেয়ে, সেই চেষ্টা বানচাল করল পুলিশ। বারুইপুর ফুলতলার কাছে দুই যুবককে আটক করেছে তারা। বাইকের পিছনে ড্রামে করে মাদক নিয়ে যাচ্ছিল ঐ দুই যুবক। সন্দেহ হতেই তাদেরকে আটকায় বারুইপুর থানার পুলিশ। তল্লাশি চালাতেই উদ্ধার হয় ওই নিষিদ্ধ তরল মাদক।

পরে নিষিদ্ধ মাদক নিয়ে যাওয়ার অভিযোগে দুই যুবককেই গ্রেপ্তার করে নিয়ে যায় বারুইপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই যুবকের নাম অনুপ সামন্ত এবং বিমল মণ্ডল। অনুপ আদতে হাওড়ার বাসিন্দা। অন্যদিকে, বিমলের বাড়ি হল জীবনতলায়।

জানা যাচ্ছে, সোনারপুর তেমাথার দিক থেকে বারুইপুরের (Baruipur) ফুলতলার দিকে বাইকে করে যাচ্ছিল তারা। ফুলতলার কাছে পুলিশ ঐ দুজনকে আটক করে। বাইকের পিছনে ব্যাগের মধ্যে ড্রামে রাখা ছিল সেই তরল মাদক।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমজিৎ রায় এবং বারুইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মাঝিকে। খবর যায় বারুইপুর থানার আইসি এবং বারুইপুরের বিডিওর কাছেও।

তারপরই দুজনকে গ্রেপ্তার করা হয়। বিডিও সৌরভ মাঝি জানান, “দুজন যুবক বাইকে করে নিষিদ্ধ তরল মাদক নিয়ে যাচ্ছিল। আমাদের প্রাথমিক সন্দেহ অনুযায়ী, কাফসিরাপ জাতীয় কিছু একটা নিয়ে যাচ্ছিল ওরা। ওই তরল পরীক্ষাগারে পাঠানো হবে। তারপর বোঝা যাবে ওটা আসলে কি। তবে দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে।”

পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা চলছে। তদন্তকারীরা জানার চেষ্টা করছেন যে, তারা কোথা থেকে এই তরল মাদক জোগাড় করল। সেইসঙ্গে, কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

বৃহস্পতিবারই শেষ এসআইআর ফর্ম ফিলাপের সময়সীমা, রাজ্যে ভুয়ো ভোটার কত?
Lakshmir Bhandar: দারুণ খবর! জানুয়ারি থেকে ২৫০০ টাকা হবে লক্ষ্মীর ভাণ্ডার? ইঙ্গিত সরকার পক্ষের