Summer Vacation: গরমের ছুটি তো ৩০ এপ্রিল থেকে, কিন্তু কবে খুলবে স্কুল? দেখুন নির্দেশিকা

Published : Apr 12, 2025, 09:28 PM ISTUpdated : Apr 12, 2025, 09:30 PM IST

Summer Vaction of West Bengal School: গরমের ছুটি এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন ৩০ এপ্রিল থেকে শুরু হবে গরমের ছুটি। 

PREV
110
গরমের ছুটি এগিয়ে

গরমের ছুটি এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন ৩০ এপ্রিল থেকে শুরু হবে গরমের ছুটি।

210
বিজ্ঞপ্তি জারি

ইতিমধ্যেই সরকারি নির্দেশিকাও জারি করেছে রাজ্য় সরকার। সেখানে জানান হয়েছে ৩০ এপ্রিল থেকে শুরু হবে গরমের ছুটি।

310
গরমের ছুটি থাকে

সাধারণত গরমের ছুটি থাকে ১১ দিনের মত। কিন্তু গত কয়েক বছর ধরে গরমের কারণে ছুটির সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে।

410
ছুটি থাকে

এপ্রিল মাস থেকে ছুটি পড়লেও গত বছর স্কুল খুলেছিল জুন মাসের দিকে।

510
এবার কবে খুলবে স্কুল

তবে এবার কবে খুলবে স্কুল? তা নিয়ে সরকরি নির্দেশিকায় এখনও পর্যন্ত কিছু জানান হয়নি।

610
বিভ্রান্ত শিক্ষকরা

স্কুল ছুটি পড়ার দিন ঘোষণা করা হলেও নবান্ন স্কুল খোলার দিন ঘোষণা করেনি। যাতে রীতিমত বিভ্রান্ত স্কুল শিক্ষক-শিক্ষিকা আর পড়ুয়ারা।

710
সরকারি স্কুল ছুটি

নির্দেশিকায় সরকারি স্কুলের ছুটি পড়ার কথা বলা থাকলেও বেসরকারি স্কুলের কথার কোনও উল্লেখ নেই। তাই বেসরকারি স্কুল বন্ধ নাও থাকতে পারে।

810
শিক্ষা দফতরের সূচি

শিক্ষা দফতরের সূচি অনুযায়ী এই বছর গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল ১২ মে। আর ২৩ মে পর্যন্ত ছুটি থাকার কথা ছিল।

910
১৩ দিন এগিয়ে

তবে এবারও ১৩ দিনের মত এগিয়ে এসেছে ছুটির দিন। কিন্তু কতদিন থাকছে ছুটি তা এখনও স্পষ্ট নয়।

1010
গরম কম

বর্তমানে কালবৈশাখীর দাপটে কিছুটা হলেও তাপমাত্রা কম। তবে অস্বস্তি রয়েছে। কিন্তু গ্রীষ্মপ্রধান এই দেশে ছুটি না বাড়িয়ে অন্য পরিকল্পনা গ্রহণ করা হলে পঠনপাঠনের ক্ষতি হত না বলেও মনে করছেন অনেকে।

Read more Photos on
click me!

Recommended Stories