কৃষকদের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার, বড় ঘোষণা মমতার

Published : Jun 12, 2024, 11:32 PM IST
Mamata Banerjee

সংক্ষিপ্ত

লোকসভা ভোট মিটতেই কৃষকদের জন্য সুখবর। বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

লোকসভা ভোট মিটতেই কৃষকদের জন্য সুখবর। বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য প্রায় ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার (West Bengal Government)। একদিকে ‘কৃষক বন্ধু’ প্রকল্পে প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা দেওয়া হবে। যে টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হবে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে, আবহাওয়ার খামখেয়ালিপনায় ক্ষতিগ্রস্ত আলুচাষিদের জন্য প্রায় ২৯৩ কোটি টাকা আর্থিক সাহায্যর ব্যবস্থা করছে রাজ্য সরকার। এদিন এক্স-হ্যান্ডেলে সেই কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

ওদিকে কেন্দ্রে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেই কৃষকদের জন্য ‘কিষান নিধি যোজনার’ ফাইলে সই করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর এদিকে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এবার ১ কোটি ৫ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে মোট ২ হাজার ৯০০ কোটি টাকা। ব্যাঙ্কের মাধ্যমে প্রত্যেকে পাবেন সর্বোচ্চ ১০ হাজার টাকা করে।

গত মরশুমে আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য ক্ষতির মুখে পড়েন প্রায় ২ লক্ষ ১০ হাজার আলুচাষি। তাই তাদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। বাংলা শস্যবিমা খাতে বরাদ্দ করা হয়েছে প্রায় ২৯৩ কোটি টাকা। এছাড়াও সরাসরি আর্থিক সাহায্য করা হবে তাদের সবাইকে। উল্লেখ্য, গত বছর পর্যন্ত শস্যবিমার জন্য খুব সামান্য প্রিমিয়াম দিতে হত।

এবছর থেকে বিনামূল্যে শস্যবিমার সুবিধা পাচ্ছেন কৃষকরা। তাই তাদের পকেট থেকে আর এক পয়সাও খরচ করতে হবে না। সবমিলিয়ে, মুখ্যমন্ত্রীর এই ঘোষণা নিঃসন্দেহে ভালো খবর কৃষকদের জন্য। নির্বাচনের নিয়মে, এতদিন আটকে ছিল কৃষক বন্ধু এবং শস্যবিমার টাকা। তাই ভোট মিটতেই সেই বরাদ্দ টাকা ছেড়ে দিল রাজ্য সরকার।

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ