West Bengal government scheme: ঘুচবে এবার কষ্ট, মুখে ফুটবে হাসি! গাড়ি কিনতে টাকা দিচ্ছে রাজ্য সরকার?

Published : May 25, 2025, 01:16 AM ISTUpdated : May 25, 2025, 01:32 AM IST
mamata phone

সংক্ষিপ্ত

West Bengal government scheme: গতিধারা প্রকল্প (Gatidhara Scheme 2025) পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসংস্থানমূলক স্কিম। 

West Bengal government scheme: বেকার যুব সমাজকে স্বনির্ভর করে তোলা এই প্রকল্পের মাধ্যমে সরকার আদতে বাণিজ্যিক গাড়ি কিনতে আর্থিক সহায়তা বা ভর্তুকি দিয়ে থাকে (gatidhara scheme west bengal)।

যার মূল লক্ষ্য হল, যুবকরা যাতে নিজেদের গাড়ি চালিয়ে আয় করার সুযোগ পান 

এই প্রকল্পটি মূলত স্বল্প আয় সম্বলিত এবং শিক্ষিত বেকার যুবকদের জন্য তৈরি করা হয়েছে। যাতে তারা নিজস্ব গাড়ির মালিক হয়ে ভালো করে রোজগার করতে পারেন (gatidhara scheme 2025)।

পশ্চিমবঙ্গের হাজার হাজার যুবক এই প্রকল্পটি থেকে উপকৃত হয়েছেন এবং ভর্তুকি পাওয়া বেকার যুবকরা নিজস্ব ট্যাক্সি, ট্রাক বা বাণিজ্যিক গাড়ি চালিয়ে রোজগার করছেন বর্তমানে। ছোট ট্যাক্সি, যাত্রীবাহী গাড়ি, লাইট কমার্শিয়াল ভেহিকল (LCV), পণ্যবাহী ট্রাক, ভ্যান, অ্যাম্বুলেন্স কিংবা স্কুল ভ্যান, গাড়ির ধরণ নির্বাচনের সময় গ্রাহকদের এলাকার চাহিদা এবং নিজস্ব পছন্দ বিবেচনায় রাখতে হবে অবশ্যই।

জানুন আবেদনের যোগ্যতা

তবে  বয়স কিন্তু ২১-৪৫ বছরের মধ্যে হবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ হতে হবে। সেইসঙ্গে, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক এবং আবেদনকারীর যদি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে লোন নেওয়া থাকে, তাহলে এই স্কিমে আবেদন করা যাবে না। 

সাধারণত মোট গাড়ির দামের ৩০% তথা সর্বাধিক ১ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেবে সরকার। বাকি টাকা ব্যাঙ্ক থেকে সহজ কিস্তিতে লোন নেওয়া যাবে (gatidhara news)। 

কীভাবে আবেদন করবেন?

West Bengal Transport Department-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Gatidhara Scheme সেকশনে যেতে হবে। তারপর নির্ধারিত ফর্ম ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য সহ জমা দেওয়ার পর, সংশ্লিষ্ট RTO অফিস থেকে গাড়ি চালানোর জন্য অনুমোদনড দেওয়া হবে এবং ভেরিফিকেশন করা হবে। অনুমোদনের পর, ব্যাঙ্কের মাধ্যমে লোন অনুমোদন করা হবে এবং গাড়িও ডেলিভারি করা হবে। 

আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড/রেশন কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, বেকারত্বের প্রমাণ এবং পাসপোর্ট সাইজের একটি ছবি লাগবে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য