মোদীর সফরের পরই অমিত শাহর বঙ্গ সফর, ১ জুন সরকারি কাজে আসলেও কথা বললেন দলের নেতাদের সঙ্গে

Saborni Mitra   | ANI
Published : May 24, 2025, 04:45 PM IST
Union Home Minister Amit Shah (File Photo/X@AmitShah)

সংক্ষিপ্ত

Amit Shah:কেন্দ্রীয় সরকারের একটি অনুষ্ঠানে যোগদানের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১ জুন পশ্চিমবঙ্গ আসবেন। তিনি দলের মূল কমিটির সদস্য এবং বিজেপি বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে। 

Amit Shah to visit West Bengal : বিজেপি সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সরকারের একটি অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১ জুন পশ্চিমবঙ্গ সফর করবেন, সম্ভবত কলকাতায়। যদিও তারই আগে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বঙ্গ সফর করবেন আগামী ২৯ মে। তিনি আলিপুরদুয়ারে সভা করবেন। যাইহোক অমিত শাহ রাজ্যে সফরের সময় দলীয় কর্মসূচিতেও অংশ নিতে পারেন বলে শোনা যাচ্ছে।

পশ্চিমবঙ্গ সফরকালে অমিত সাহ দলের মূল কমিটির সদস্য এবং বিজেপি বিধায়কদের সঙ্গেও দেখা করবেন। "আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে," একজন বিজেপি সূত্র জানিয়েছেন। আগামী বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। আর আগেই বিজেপি ইতিমধ্যেই রাজ্যজুড়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে। অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরতে বিজেপি ইতিমধ্যেই তিরঙ্গা যাত্রা করছে রাজ্য জুড়ে। দলের প্রথম সারির নেতারা সেখানে অংশ নিচ্ছেন।

এই সপ্তাহের শুরুতে, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কলকাতা হাইকোর্টের তৈরি করে দেওয়া একটি তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর মুর্শিদাবাদ হিংসা নিয়ে মিথ্যাচারের অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে অভিযুক্ত করেছেন। ১১ এপ্রিল মুর্শিদাবাদে হিংসার তদন্তকারী কমিটি তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মেহবুব আলমকে জড়িত করে এবং পুলিশের নিষ্ক্রিয়তার কথা উল্লেখ করে। সুকান্ত মজুমদার দাবি করেছেন যে, ঘটনার জন্য "বাইরের লোকদের" দোষারোপ করে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বক্তব্য মিথ্যা ছিল। "হাইকোর্ট কর্তৃক গঠিত কমিটির প্রতিবেদনে স্থানীয় কাউন্সিলর মেহবুব আলম এবং তৃণমূল সরকারকে জড়িত করা হয়েছে। প্রতিবেদনে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জি বাইরের লোকদের দায়ী করে মিথ্যা বলেছেন। তাঁকে পশ্চিমবঙ্গের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে," দক্ষিণ দিনাজপুরে সাংবাদিকদের বলেন মজুমদার। তদন্ত কমিটিতে ছিলেন জোগিন্দর সিং (রেজিস্ট্রার, আইন, জাতীয় মানবাধিকার কমিশন), সত্য অর্ণব ঘোষাল (সদস্য সচিব, পশ্চিমবঙ্গ আইনি পরিষেবা কর্তৃপক্ষ) এবং সৌগত চক্রবর্তী (রেজিস্ট্রার, পশ্চিমবঙ্গ বিচার বিভাগীয় পরিষেবা)।

এই পরিস্থিতিতেই রাজ্য সফরে আসছেন অমিত শাহ। অন্যদিকে বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচন এখনও বাকি রয়েছে। কে সভাপতি হবেন তা চূড়ান্ত করার বিষয়েও অমিত শাহ আলোচনা করতে পারেন দলের রাজ্য নেতাদের সঙ্গে। তেমনও মনে করছেন একটি সূত্র। সুকান্ত মজুমদারের মেয়াদ শেষ হয়েছে। বিজেপি এক ব্যক্তি এক পদ নীতিতে বিশ্বাস করে। আর সেই কারণেই সুকান্ত আর এই পদে থাকতে পারবেন না। তাই অমিত শাহের সফরকালে সেই বিষয়েও আলোচনা হতে পারে বলেও রাজ্যের প্রথম সারির বিজেপি নেতারা মনে করছেন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'মমতা আগুন নিয়ে খেলছেন', হুমায়ুনকে দিয়ে মরুকরণের রাজনীতি করছে বলে অভিযোগ বিজেপির
Humayun Kabir: ‘মসজিদের একটাও ইট খুলতে দেব না!’ মঞ্চে দাঁড়িয়ে হুঙ্কার হুমায়ুনের