Panchayat Election Result: পদ্ম না ঘাসফুল কী ফুটবে উত্তরবঙ্গে? জলপাইগুড়ি জেলার গ্রাম পঞ্চায়েত ট্রেন্ডে এগিয়ে তৃণমূল

উত্তরবঙ্গের পাঁচ জেলায় ত্রিস্তীয় পঞ্চায়েত ভোটের গণনার সঙ্গে দার্জিলিং ও কালিম্পংএর দ্বিস্তরীয় পঞ্চায়েতের ভোট গণনা মঙ্গলবার। অশান্তি রুখতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

রাজ্য ২০টি জেলা পরিষদের মধ্যে উত্তরবঙ্গে রয়েছে সাতটি জেলা পরিষদ। সবকটিতেই পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা হবে ১১ জুলাই সকাল ৮টা থেকে। আসুন দেখেনি উত্তরবঙ্গের জেলার চালচিত্র।

১. আলিপুরদুয়ার

Latest Videos

নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী আলুপুর জেলায় গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৬৮টি। পঞ্চায়েত সমিতিতে আসন সংখ্যা ১৮৯টি। জেলা পরিষদের আসন সংখ্যা ১৮।

২. দক্ষিণ দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর জেলায় মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৬৮। পঞ্চায়েত সমিতির সংখ্যা ৮। জেলা পরিষদের অসন সংখ্যা ২১।

দক্ষিণ দিনাজপুর দুপুর ২টোর গ্রাম পঞ্চায়েত ট্রেন্ড ২৫/৬৪ 
তৃণমূল কংগ্রেস-- ১৭ 
বিজেপি-৮
বাম- ০
কংগ্রেস- ০
আইএসএফ-০
অন্যান্য- ০

৩. উত্তর দিনাজপুর

উত্তর দিনাজপুরে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৩৯টি। ৭টি পঞ্চায়েত সমিতি রয়েছে।

৪. জলপাইগুড়ি

জলপাইগুড়ি জেলার গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৮০। জেলা পরিষদের অসন সংখ্যা ২৪। পঞ্চায়েত সমিতির সংখ্যা ৯।

জলপাইগুড়ি জেলার গ্রাম পঞ্চায়েত ট্রেন্ড ৭৫/৮০ দুপুর দেড়টা পর্যন্ত 
তৃণমূল কংগ্রেস-- ৪৭ 
বিজেপি-২২
বাম- ২
কংগ্রেস- ৪
আইএসএফ-০ ও
অন্যান্য- ০

৫. মালদা

মালদায় রয়েছে ৫৯টি গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত সমিতির সংখ্যা ১৫। মালদা জেলা পরিষদের আসন সংখ্যা ৩৭।

৬. কোচবিহার

কোচবিহারে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ১২৪টি। পঞ্চায়েত সমিতির সংখ্যা ১২ । জেলা পরিষদের অসন সংখ্যা ৩৪।

কোচবিহার জেলার গ্রাম পঞ্চায়েত ট্রেন্ড দুপুর ২টো পর্যন্ত ৯২/১২৮  
তৃণমূল কংগ্রেস-- ৫১ 
বিজেপি-৩৭ 
বাম- ৪ 
কংগ্রেস- ০ 
আইএসএফ-০ 
অন্যান্য- ০

৭. দার্জিলিং ও কালিম্পং

দার্জিং ও কালিম্পং-এ ত্রিস্তরীয় নয়, এই দুই জেলার দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু রয়েছে। দীর্ঘ ২০ বছর পরে এই এলাকার মানুষ পঞ্চায়েত ভোটে অংশ গ্রহণ করেনষ শেষ ভোট হয়েছিল সুভাষ ঘিসিং-র আমলে। কালিম্পং এর তিন পঞ্চায়েত সমিতি রয়েছে। আর গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৪২। দার্জিলিংএর পঞ্চায়েত সমিতির সংখ্যা ৩। গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৫০।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?