রাজ্যের ২২টি জেলায় ৩৩৯টি কেন্দ্রে কড়া নিরাপত্তায় ভোট গণনা শুরু হয়েছে। প্রত্যেক কেন্দ্রে এক কোম্পানি মোতায়েন করা হয়েছে। সঙ্গে থাকছে রাজ্য পুলিশও। বুধবার পর্যন্ত গণনা চলবে।
10:12 PM (IST) Jul 12
তৃণমূলের বিজয় মিছিল ঘিরে উত্তপ্ত হাওড়ার ডোমজুড়। চলে লাগাতার ইট বৃষ্টি। এমনকী দাঁড়িয়ে থাকা অ্যাাম্বুল্যান্সেও হামলা চালানো হয় বলে অভিযোগ।
09:38 PM (IST) Jul 12
গত ৩৫ দিনে ভাঙরে রাজনৈতিক হিংসার বলি ৪৭ জন। এমনকী গণনা পর্বেও প্রাণ খুইয়েছেন ৩ জন। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ২ আইএসএফ কর্মী হাসান মোল্লা, রেজাউল গাজির। অশান্তি ঠেকাতে এবার ভাঙরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হল।
07:58 PM (IST) Jul 12
‘ভোট হিংসায় মৃতের সংখ্যা ৫০-এর কাছাকাছি এবং এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজীব সিনহা’, বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
07:35 PM (IST) Jul 12
পঞ্চায়েত ভোটের ফলাফল ঘোষণার পর ফের খুন দক্ষিণ ২৪ পরগনায়। রায়দিঘির চাঁদপাশা এলাকা থেকে উদ্ধার তৃণমূল কর্মী বিপ্লব হালদারের ক্ষতবিক্ষত দেহ। অভিযোগের তির বিজেপির দিকে।
06:44 PM (IST) Jul 12
বুধবার নবান্নের সভাগৃহ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'আমি কী দোষ করেছি? আমার অপরাধটা কী? দোষ করলে শাস্তি দিন। কিন্তু এত কুৎসা! এত মিথ্যে! অপরাধ করলে মা-মাটি মানুষকে শাস্তি দিন, মেনে নেব। কিন্তু মিথ্যে সহ্য করব না। যখন বিরোধী ছিলাম তখনও মেরে মেরে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। এখন ক্ষমতায়, এখনও সেই অপমান।'
বিস্তারিত - 'দোষ করলে শাস্তি দিন, কিন্তু এত কুৎসা!', ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
06:17 PM (IST) Jul 12
এবারের পঞ্চায়েত নির্বাচনে নিজেদের শক্তিশালী ঘাঁটিতেই চারটি জেলায় জেলা পরিষদের কোনও আসনে জয় পেল না বিজেপি। আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মতো জেলায় বিজেপির সাংসদ রয়েছেন। তারপরও জেলা পরিষদে খাতা খুলতে পারল না বিজেপি।
06:14 PM (IST) Jul 12
পঞ্চায়েত ভোটের গণনার দিন বীরভূমে আবার তাজা বোমা উদ্ধার করা হল। সাঁইথিয়ার বাতাসপুর এলাকার একটি জঙ্গল থেকে বুধবার ১৫টি বোমা উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে হানা দিয়ে তারা বোমার হদিশ পায়।
06:13 PM (IST) Jul 12
বীরভূমের গণনাকেন্দ্রে গণনার কাজে নিযুক্ত কর্মীদের লাঠিপেটা করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বীরভূমের রামপুরহাট ২ ব্লকের বিষ্ণুপুর রসমঞ্জরী হাই স্কুলে গণনাকর্মীদের রাতের খাবার ঠিক মতো দেওয়া হয়নি বলে অভিযোগ। প্রতিবাদ করলে তাঁদের লাঠিপেটা করা হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন কর্মীরা।
06:13 PM (IST) Jul 12
নিহত ১৯ জনের পরিবারকে হোমগার্ডের চাকরি, সঙ্গে আর্থিক সাহায্য়ের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী
05:29 PM (IST) Jul 12
চলতি পঞ্চায়েত নির্বাচনে প্রথম কোনও রিটার্নিং অফিসারকে এজলাসে তলব। কীভাবে ব্যালট পেপার বাইরে বেরোয়? কৈফিয়ত চাইলেন বিচারপতি অমৃতা সিনহা। বৃহস্পতিবার দুপুর দুটোয় পঞ্চায়েত রিটার্নিং অফিসারকে এজলাসে তলব। গণনা কেন্দ্রের সমস্ত সিসিটিভি ফুটেজ সহ এজলাসে তলব।
04:50 PM (IST) Jul 12
ভোটে জেতার ১২ ঘন্টার মধ্যেই তৃণমূলে যোগ চার প্রার্থীর। কাটোয়ার শ্রীখণ্ড গ্রাম পঞ্চায়েতের ৩ সিপিএম এবং ১ বিজয়ী নির্দল প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। সিপিআইএম-এর দাবি সন্ত্রাসের কারণেই দল বদল।
03:50 PM (IST) Jul 12
বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম কলকাতায় নেমেই মমতার সরকারকে নিশানা করেছে। ভোটের সন্ত্রাস নিয়ে আক্রনণ রবিশঙ্কর প্রসাদের। পাল্টা তোপ কুণালের।
বিস্তারিত - 'মমতার দল বাম দলগুলির রাজনীতি থেকেও কুৎসিত' -মন্তব্য রবিশঙ্কর প্রসাদের, হিংসা নিয়ে পাল্টা তোপ কুণালের
03:48 PM (IST) Jul 12
রাজ্য নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া পর্যাপ্ত নয় বলে জানালো হাইকোর্ট। শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় প্রাথমিক পর্যবেক্ষণ তাই বলছে
03:27 PM (IST) Jul 12
দুপুর ২টো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী,
জেলা পরিষদ
পঞ্চায়েত সমিতি
গ্রাম পঞ্চায়েত
03:14 PM (IST) Jul 12
তৃণমূলের বিজয়মিছিল চলাকালীন কংগ্রেস কর্মীর বাড়ির সামনে বাজি ফাটানোকে কেন্দ্র করে বচসা শুরু হয়। ঘটনায় পিটিয়ে খুন করা হয় কংগ্রেস কর্মীকে। নিহতের নাম ফটিকূল হক। এই নিয়ে ভোট হিংসায় মৃত্যু বেড়ে ৪৫।
02:25 PM (IST) Jul 12
ভোটে বেলাগাম সন্ত্রাস নিয়ে সরব মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। 'আমি হিংসার তীব্র বিরোধী। আমিও পঞ্চায়েত ভোট করেছি, কিন্তু রিগিং করতে দিইনি। আমি মানুষের রায়ে জিতব, জোর করে জিতে লাভ কী ? এটা অনির্দিষ্টকাল চলতে পারে না, মমতার সঙ্গে এই নিয়ে কথা বলব।' ভোট সন্ত্রাস নিয়ে প্রতিক্রিয়া মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের।
01:37 PM (IST) Jul 12
পঞ্চায়েত নির্বাচন ঘিরে এত সন্ত্রাস কেন? তা খতিয়ে দেখতে রাজ্যে এল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সোমহারই চার সদস্যের প্রতিনিধি দল নিজে হাতে তৈরি করে দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই দলের প্রতিনিধিরা বুধবার রাজ্যে পৌঁছেছে। একদিকে পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদে সবুজ ঝড়, অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্র করে হিংসায় একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে তখনই বাংলায় পৌছেছে বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা। এদিনও ভাঙড়ে ভোট পরবর্তী সন্ত্রাসে তিন জনের মৃত্যু হয়েছে।
12:31 PM (IST) Jul 12
বিরোধীদের খড়কুটোর মত উড়িয়ে দিয়ে ২০টি জেলা পরিষদই নিজেদের দখলে রাখল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম- ঘাসফুল শিবিরের জয় অব্যাহত রয়েছে। কোনও জেলা পরিষদেই দাঁত ফোটাতে পারেনি বিরোধীরা। নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়েক তৃণমূল নবজোয়ার কর্মসূচির পাশাপাশি জনসংযোগ যাত্রার কারণেই এই বিশাল সাফল্য কিনা তা নিয়ে কাটাছেঁড়া শুরু করতে পারে বিরোধী শিবির। যদিও বিরোধীদের অভিযোগ ভোট সন্ত্রাসের কারণেই এই সাফল্য তৃণমূলের ঘরে।
11:44 AM (IST) Jul 12
আইএসএফ সূত্রের জানা গেছে মৃত কর্মীর নাম হাসান আলি মোল্লা। তাদের আরও একজন কর্মীর মৃত্যু হয়েছে। দলের আরও চার জন কর্মী গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ ও আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষের কারণে স্থানীয় এক যুবকের মৃত্যু হয়েছে।
Bhangar Violence: সন্ত্রাসের মুক্তাঞ্চল ভাঙড়ে এক ISF কর্মী-সহ মৃত ২, এলাকায় টহল বিশাল পুলিশ বাহিনীর
11:02 AM (IST) Jul 12
সোনারপুরে গণনাকেন্দ্রে মারধরে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের বিধায়ক লাভলি। যদিও অভিযোগ অস্বীকার করলেন বিধায়ক।
09:49 AM (IST) Jul 12
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তৃণমূলের দখলে, ১৪টি আসন গেল বিরোধীদের ঝুলিতে। বিরোধীশূন্য পশ্চিম বর্ধমান জেলা পরিষদও, ১৮টি আসনেই জয়ী তৃণমূল।
09:48 AM (IST) Jul 12
হিংসা সত্ত্বেও পঞ্চায়েত ভোটে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। অনেক পিছিয়ে রয়েছে বাম ও কংগ্রেস জোট। তৃণমূলের বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলে অমিত মালব্যর টুইট
09:13 AM (IST) Jul 12
মঙ্গলবার রাতভর পুলিশ আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। মৃত্যু হয়েছে গুলিতে জখম এক আএসএফ কর্মীর। আহত দুই পুলিশ কর্মীর জখম গুরুতর।
08:59 AM (IST) Jul 12
চোপড়ায় তৃণমূলের বিধায়কের ওপর লাঠিচার্জের অভিযোগ। পুলিশ লাঠি চার্জ করে। উত্তর দিনাজপুর জেলা পরিষদের চার নম্বর আসনের নির্দল প্রার্থী বিধায়কের মেয়ে আরজুনা বেগম। মেয়ের ভোট ক্রিয়া দেখতে গিয়ে পুলিশের লাঠিতে জখম বাবা।
08:53 AM (IST) Jul 12
দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের ৮৫টি আসনের মধ্যে ৮৪টিতে জয়ী তৃণমূল কংগ্রেস। একটিতে জয়ী আইএসএফ। গড় দখলে রাখল ঘাসফুল শিবির। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের ২১টি জেলা পরিষদ আসনের মধ্যে সবকটিতে জয়ী তৃণমূল। ১৮৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে তৃণমূলের দখলে ১৬৪টি। ১৩০৮টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে ৮৭১ টি ঘাসফুলের দখলে।
08:48 AM (IST) Jul 12
জেতার পরেও কেঁদে ফেললেন প্রার্থী। অশোক নগর বয়েজ স্কুলের ঘটনা। সেখানেই গণনা চলছে। কারণ জানতে ক্লিক করুন
07:00 AM (IST) Jul 12
ভোট গণনা চলছে। তারই মধ্যে মঙ্গলবার মধ্যেরাতে বালুরঘাটে গণনায় কারচুপির অভিযোগ তুলে ধর্নায় বসলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। প্রশাসন তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে বলে অভিযোগ তোলেন তিনি।
06:29 AM (IST) Jul 12
পঞ্চায়েত ভোট ঘোষণার দিন থেকে যে অশান্তি শুরু হয়েছিল ভোট গণনার মধ্যেও তা অব্যাহত থাকল ভাঙড়ে। ফল প্রকাশের রাতেও অগ্নিগর্ভ হয়ে ওঠে ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা। তব এবার আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে নয়, আইএসএফ কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লেন পুলিশের সঙ্গে। অভিযোগ আইএসএফ কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে। তারপরই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সূত্রের খবর বেশ কয়েকজন পুলিশ কর্মী ও আইএসএফ কর্নী জখম হয়েছে।
06:16 AM (IST) Jul 12
গ্রাম পঞ্চায়েতের মতই তৃণমূল কংগ্রেস এগিয়ে জেলা পরিষদ ও পঞ্চয়েত সমিতিতে।জেলা পরিষদে প্রায় ৩৪৩ আসন দখলে তৃণমূলের। পঞ্চায়েত সমিতিতে প্রায় ৫ হাজার আসন তৃণমূলের দখলে।
12:14 AM (IST) Jul 12
পঞ্চায়েত ভোটে বিপুল মার্জিনে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে লিখেছেন, ‘সকল মা-মাটি-মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গ্রাম বাংলায় পুনরায় বিকশিত জোড়াফুল। এই পঞ্চায়েত নির্বাচনে আপনাদের অভূতপূর্ব সমর্থন, অকুণ্ঠ ভালবাস এবং অপার আশীর্বাদে আমি তথা আমার গোটা তৃণমূল কংগ্রেস পরিবার কৃতজ্ঞ।’
10:28 PM (IST) Jul 11
সাগরদিঘিতে ভোট গণনা ঘিরে প্রবল উত্তেজনা। গণনাকেন্দ্রের বাইরে ভিড় জমে যায়। পরিস্থিতি সামাল দিতে লাঠি উচিয়ে তেরে যায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।
09:12 PM (IST) Jul 11
কৃষ্ণনগরের DPC IT কলেজে জয়ী হন বিজেপি প্রার্থী মলয় মণ্ডল। তৃণমূল প্রার্থী সঞ্জয় সাহা পরাজিত করে জয়ী হন তিনি।
09:06 PM (IST) Jul 11
কালিয়াচক ১ ব্লকের সিলামপুর ১ গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থী সালেহা বিবি তৃনমূল কে হারিয়ে জয়ী হলেন।
09:02 PM (IST) Jul 11
ভোট পরবর্তী হিংসা ঠেকাতে বিশেষ হেল্পলাইন নম্বর। বিজ্ঞপ্তি দিয়ে জানালো বিজেপি লিগ্যাল ডিপার্টমেন্ট। যাঁরা পঞ্চায়েত নির্বাচনোত্তর হিংসায় আক্রান্ত হচ্ছেন তাঁরা সরাসরি অভিযোগ করতে পারেন ভারতীয় জনতা পার্টির কাছে।
হেল্পলাইন নম্বর
8100995868/ 8100995862
ইমেল - panchayatviolence2023@gmail.com
08:57 PM (IST) Jul 11
কৃষ্ণনগর আসাননগরে বিজেপি কার্যকর্তা সৌমজিৎ ঘোষ, অভিজিৎ ঘোষ, সমীর ঘোষ, অভিজিৎ মল্লিক এবং লক্ষণ বিশ্বাসকে প্রচণ্ড মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়। আপাতত শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের।
08:55 PM (IST) Jul 11
ফলাফলের পর বিজেপি কর্মীরা ভোট গণনার শেষে বাড়ির দিকে যাচ্ছিলেন তখনই তৃণমূলের কর্মী-সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার আসাননগর গ্রাম পঞ্চায়েতের ডগরপোতা এলাকার ঘোষপাড়ার কাছে। আহতদের প্রথমে আসাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
08:44 PM (IST) Jul 11
রানাঘাট পশ্চিমে দেবগ্রামে ৩০ টি আসনের, ২২টিতে জয় বিজেপির। ফলাফলের পরই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। প্রার্থীদের আটকে রাখার অভিযোগ তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতী দলের বিরুদ্ধে।
08:25 PM (IST) Jul 11
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের টিকিটে জয়ী গোপাল নন্দী। ২৫১ ভোটে জয়ী হয়েছেন তিনি। ৫৮ বছরের জয়ের ধারা বজায় রাখতে পেরে খুশি গোপাল নন্দী।
07:39 PM (IST) Jul 11
'বিরোধীদের নো ভোট টু মমতা প্রচার এখন নাও ভোট ফর মমতা। জনগণের কাছে কৃতজ্ঞ।' পঞ্চায়েতে জয়ের পরেই টুইট অভিষেকের
07:18 PM (IST) Jul 11
পঞ্চায়েত সমিতির ভোটগণনা শুরু হয়েছে। উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জে। রানিগঞ্জ গার্লস কলেজে গণনা চলাকালীন তৃণমূল এবং সিপিএমের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়।