কলকাতা হাইকোর্টের নির্দেশ পালন, উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ এসএসসি-র

Published : Sep 25, 2024, 08:40 PM ISTUpdated : Sep 25, 2024, 09:09 PM IST
CALCUTTA HIGH COURT

সংক্ষিপ্ত

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ এবং যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগের দাবিতে আন্দোলন ঘিরে উত্তাল হয়েছে কলকাতা। তবে এরই মধ্যে বুধবার উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি।

স্থগিতাদেশ জারি করেনি সুপ্রিম কোর্ট। ফলে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বুধবার উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য মেধাতালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এদিন মেধাতালিকায় ১৪,০৫২ জনের নাম থাকার কথা ছিল। তবে ১৩,৯৫৯ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, বুধবারই উচ্চ প্রাথমিকে নিয়োগের মেধাতালিকা প্রকাশের শেষ দিন ছিল। এদিনই মেধাতালিকা প্রকাশ করা হল। এই তালিকা অনুযায়ী নিয়োগ হলে দুর্গাপুজোর আগেই প্রায় ১৪,০০০ চাকরিপ্রার্থীর মুখে হাসি ফুটতে চলেছে। দীর্ঘদিন ধরে নিয়োগের দাবিতে আন্দোলন করেছেন চাকরিপ্রার্থীরা। অবস্থান-বিক্ষোভ, অনশন, মিছিল হয়েছে। পুলিশের লাঠির বাড়িও পড়েছে। সেসব সহ্য করে এবার নিয়োগ পেতে চলেছেন চাকরিপ্রার্থীরা।

সুপ্রিম কোর্টে টিকল না আপত্তি

উচ্চ প্রাথমিকে শূন্যপদ ১৪ হাজারেরও বেশি। এই শূন্যপদ পূরণের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ অনুযায়ী মেধাতালিকা তৈরি করে এসএসসি। কিন্তু এরই মধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান কয়েকজন চাকরিপ্রার্থী। তাঁদের অন্যতম রাজীব ব্রহ্ম। ফলে উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়। তবে এই আবেদনে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দেয়, কলকাতা হাইকোর্টই এ বিষয়ে যা নির্দেশ দেওয়ার দেবে। এরপর বুধবার মেধাতলিকা প্রকাশ করল এসএসসি।

বিজ্ঞপ্তি প্রকাশের এক দশক পর মেধাতালিকা

২০১৪ সালের ৩০ জানুয়ারি উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০১৫ সালের ১৬ অগাস্ট পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার ফল প্রকাশিত হয় ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর। কিন্তু এরপর দু’বার মেধাতালিকা প্রকাশ করা হলেও, দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে সেই মেধাতালিকা বাতিল হয়। বুধবার ফের মেধাতালিকা প্রকাশ করা হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

SSC Case Update: এসএসসি চাকরি বাতিল মামলায় বিরাট আপডেট! সুপ্রিম কোর্টের নির্দেশে এই কর্মীদের কপাল পুড়ল

এসএসসি নিয়োগ মামলা: ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে তথ্য মধ্যশিক্ষা পর্ষদের

'আমার নামে সুপ্রিম কোর্টে বলতে গিয়েছিল-চড় খেয়ে ফিরে এসেছে'- এসএসসি শুনানি নিয়ে অভিজিৎ গাঙ্গুলির বোমা

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ