দেশ ছেড়ে যেন কোনওভাবেই পালাতে না পারেন মানিক ভট্টাচার্যর ছেলে সৌভিক, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি-র লুক আউট নোটিস

বিমানবন্দর, জলবন্দর, সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়েছে সৌভিক ভট্টাচার্যের ছবি। তন্ন তন্ন করে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।


পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। তাঁর পরিবারের সদস্যদের আর্থিক প্রতিপত্তি এবং তার উৎস নিয়ে আগেই নজরদারি শুরু করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এবার মানিকের ছেলে সৌভিক ভট্টাচার্যর নামে লুক আউট নোটিস জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

মানিক ভট্টাচার্যের ছেলে যাতে কোনওভাবেই দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন, তার জন্য এই লুক আউট নোটিস জারি করা হয়েছে। এই নোটিসের প্রতিলিপি এয়ারপোর্ট অথরিটি এবং জলবন্দর সব জায়গার কর্তাদের কাছে ছড়িয়ে দেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলিতেও দিয়ে দেওয়া হয়েছে নোটিসের প্রতিলিপি। নিয়োগ দুর্নীতিতে নাম উঠে এসেছিল মানিক ভট্টাচার্যের ছেলের। তাঁকে আদালতেও তলব করা হয়েছিল। তিনি আদালতে হাজিরাও দিয়েছিলেন। কিন্তু তারপরও জারি হল লুক আউট নোটিস।

Latest Videos

তদন্তকারীদের দাবি, দুর্নীতির টাকা মানিকের ছেলের অ্যাকাউন্টে ঢুকেছে বলে তাঁদের কাছে যথাযোগ্য প্রমাণ রয়েছে। মানিকের ছত্রছায়ায় যে দুর্নীতি হয়েছিল, তা সৌভিক ভট্টাচার্যের সংস্থাতেও ঢুকেছে। এই মামলায় অন্যতম অভিযুক্ত হিসাবে নাম রয়েছে মানিক ভট্টাচার্যের। তাঁর ছেলেও এই মামলার জন্য গুরুত্বপূর্ণ, বলে জানিয়েছেন তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতিতে ইডি যে চার্জশিট জমা দিয়েছে, তাতে নাম রয়েছে সৌভিকের। তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্য়ন্ত প্রয়োজন। আরেকদিকে আগাম জামিনের আবেদন জানিয়ে রেখেছেন সৌভিক ভট্টাচার্যও। আগামী ২২ ফেব্রুয়ারি সেই মামলার শুনানি। তিনি যাতে কোনওভাবেই দেশ থেকে বেরোতে না পারেন, তার জন্য আগে থেকেই লুক আউট নোটিস জারি করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে সৌভিক ভট্টাচার্যকে আইনি লড়াইয়ের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার মুখে পড়তে হবে বলে বিশেষজ্ঞদের ধারণা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে পেরেছে যে, বাংলায় বেসরকারি ডিএলএড কলেজ রয়েছে মোট ৫৯৬টি। এই সমস্ত ডিএলএড কলেজ থেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। মানিকের ছেলের একটি কনসালটেন্সি সংস্থা ছিল। বেসরকারি বিএড কলেজগুলি থেকে ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের এপ্রিল মাস তথা ৭ মাসের মধ্যে ওই সংস্থাটি ২ কোটি ৬৪ হাজার টাকা তুলেছিল। এই টাকার হিসাব নিকেশ নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যই সৌভিক ভট্টাচার্যকে খুঁজছে ইডি।

আরও পড়ুন-

২ ডিগ্রি কমে গেল কলকাতার তাপমাত্রার, যাওয়ার আগে এক ধাক্কায় ঠাণ্ডা বাড়াচ্ছে শীত
একের পর এক বিস্ফোরণের সঙ্গে কি আইসিস জঙ্গিদের যোগ? তামিলনাড়ু, কেরল ও কর্ণাটকের আনাচেকানাচে NIA তল্লাশি
ফ্রিজে রাখা প্রেমিকার দেহ, সেজেগুজে গিয়ে মা-বাবার পছন্দের পাত্রীকে বিয়ে করে ফেললেন দিল্লির যুবক

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury