সোমবার বাঁকুড়ায় ৯.৩ ডিগ্রিতে নেমে গিয়েছিল তাপমাত্রা। এটাই দক্ষিণবঙ্গে সর্বনিম্ন। গত কয়েক দিনেও দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাঁকুড়ায়। এ ছাড়া, আসানসোলে ৯.৫, বর্ধমানে ৯.৪, শ্রীনিকেতনে ১০, বহরমপুরে ১০, কলাইকুণ্ডায় ১০.৮, মেদিনীপুরে ১১.৫, কাঁথিতে ১১.২।