হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশা সতর্কবার্তা থাকবে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতেও। ফলে ভোরবেলা কমবে দৃশ্যমানতা। তবে বেলা বাড়লে রৌদ্র উঠলে স্বাভাবিক হবে পরিস্থিতি।