কুড়ির নিচেই জমে রইল সব জেলার তাপমাত্রা, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট বেশি

অধিকাংশ জেলাতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে যথেষ্ট বেশি। তাপমাত্রার পারদ নামছে অনায়াসে। Temperature fall in West Bengal Winter 2022 Latest Update

Sahely Sen | Published : Nov 17, 2022 2:38 AM IST / Updated: Nov 17 2022, 08:09 AM IST

পশ্চিমবঙ্গে ভোররাত থেকে কাঁপুনি ধরাচ্ছে শীত। কোনও কোনও জেলায় আকাশের হালকা মেঘলা ভাব রয়েছে। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে অধিকাংশ জেলাতেই। তাপমাত্রার পারদ নামছে অনায়াসে।

১৭ নভেম্বর, বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রায় পারদ পতন অব্যাহত রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি কম। কমে গেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও। স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি কমে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস।

মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী আজ, পশ্চিমবঙ্গের মধ্যভাগের জেলাগুলিতে আকাশে হালকা মেঘের আনাগোনা দেখা যেতে পারে। উত্তর এবং একেবারে দক্ষিণের জেলাগুলিতে আকাশ থাকবে পরিষ্কার।

শৈলশহর দার্জিলিঙে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অন্যদিকে কালিম্পঙে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সাথে বজ্রপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ এবং বর্ধমান জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আজ প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে বেলা বাড়লে সেই তাপমাত্রা পৌঁছে যেতে পারে প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সারাদিনে আকাশ হালকা মেঘলা থাকতে পারে।

দক্ষিণবঙ্গে দক্ষিণ ২৪ পরগণা জেলায় আজ আকাশ থাকবে রৌদ্রজ্জ্বল, দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। দুই মেদিনীপুর জেলায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বাংলার অধিকাংশ জেলাতেই আজ স্বাভাবিকের চেয়ে নিচের দিকে রয়েছে তাপমাত্রার পারদ। আপাতত রাজ্যের আবহাওয়া শুষ্কই থাকবে, তবে আজ কলকাতা সহ রাজ্যের অধিকাংশ জেলাতেই বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে।


আরও পড়ুন-
যাচাই না করেই ভ্রান্ত খবরে ছেয়ে গেল ফেসবুক, ‘ঐন্দ্রিলাকে আরেকটু থাকতে দাও’, কাতর আবেদন সব্যসাচীর
১০ দিন ধরে বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন, রুট বদল হচ্ছে দূরপাল্লার ট্রেনেরও
লিগামেন্ট সারাতে সরকারি হাসপাতালে বিপজ্জনক অস্ত্রোপচার, প্রাণটাই চলে গেল তামিলনাড়ুর কিশোরী ফুটবলারের
 

Share this article
click me!