Weather Update: বৃষ্টি বাড়বে না রোদের দেখা মিলবে? বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাস কী বলছে?

Published : Jul 10, 2025, 01:34 AM ISTUpdated : Jul 10, 2025, 01:36 AM IST
Monsoon rain

সংক্ষিপ্ত

Weather Forecast: গত কয়েকদিন ধরে বাংলার বিভিন্ন জেলায় ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে। কলকাতা-সহ বিভিন্ন জেলায় রাস্তায় জল জমে যাওয়ায় বহু মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

West Bengal Weather Forecast: বুধবার বেলা থেকে শুরু হয়েছিল বৃষ্টি (Rain)। বিকেলের দিকে বৃষ্টি থামলেও, রাতে ফের শুরু হয়েছে। কলকাতার (Kolkata) বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। হাওড়া (Howrah), হুগলি-সহ (Hooghly) বিভিন্ন জেলাতেও একই অবস্থা। বৃষ্টি হয়ে চললেও, তাপমাত্রা কমেনি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতাও বেশি। ফলে মানুষকে নাজেহাল হতে হচ্ছে। আবহাওয়া কবে বদলাবে, সে বিষয়ে খোঁজ নিচ্ছেন অনেকে। তবে আশার কথা শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এখনই আকাশ পরিষ্কার হওয়ার কোনও সম্ভাবনা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। সারা রাজ্যেই বর্ষার বৃষ্টির জন্য উপকূল আবহাওয়া তৈরি হয়েছে। ফলে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে।

বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরুলিয়া ও কলকাতা হয়ে দক্ষিণ-পূর্ব দিক দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে বৃহস্পতিবার একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। যেটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত থাকছে। এর ফলে দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Cooch Behar) ও জলপাইগুড়িতে (Jalpaiguri) বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। টানা বৃষ্টির ফলে উত্তরবঙ্গের নদীগুলি ফুঁসছে। পাহাড়ে ধসের আশঙ্কাও তৈরি হয়েছে। ফলে যে পর্যটকরা দার্জিলিং, কালিম্পং বা সিকিমে (Sikkim) বেড়াতে যাচ্ছেন, তাঁদের সতর্ক থাকা উচিত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ