
Wedding Controversy: কলেজে (College) ছাত্র সংসদে বিয়ের আসর! ভাইরাল ছবি ঘিরে তীব্র বিতর্ক। শিক্ষা মহল এই ঘটনার সমালোচনায় সরব। ভাইরাল ছবির সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। তবে কলেজ কর্তৃপক্ষ সরাসরি এই ঘটনা অস্বীকার করছে না। এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে (Kakdwip) সুন্দরবন মহাবিদ্যালয়ে (Sundarban Mahavidyalaya)। এই শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ ২৪ পরগনায় অন্যতম সেরা হিসেবে পরিচিত। কিন্তু সেখানেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (Rashtriya Swayamsevak Sangh) ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (Akhil Bharatiya Vidyarthi Parishad) অভিযোগ, কলেজের এক অস্থায়ী কর্মী ছাত্র সংসদে বিয়ে করেছেন। সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে করা পোস্ট ভাইরাল। কলেজের মধ্যে যে বিয়ের আসর বসেছিল, তা ভাইরাল ছবিতে স্পষ্ট। ছবিতে দেখা যাচ্ছে, মালাবদল হচ্ছে, নবদম্পতি মালা পরে পাশাপাশি দাঁড়িয়ে আছেন, কনের সিঁথিতে সিঁদুর।
এই ঘটনা সম্পর্কে কলেজের শুভঙ্কর চক্রবর্তী বলেছেন, 'দক্ষিণ দিকের পাঁচিল নিচু। সেই পাঁচিল থেকে টপকে আসে ছেলে-মেয়েরা। তার মধ্যে এরকম ঘটনা ঘটেছে কিনা দেখতে হবে।' অধ্যক্ষ আরও বলেন, ‘বিয়ে বাইরে হয়ে তারা বর-বউ এখানে এসে একটু দেখা করতে এসেছিল বলে শুনেছিলাম। এ কথা শোনার পর আমি স্থানীয় প্রশাসনকে জানাই।’
রাজ্যের বিভিন্ন প্রান্তে বেশ কিছু কলেজে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সবক্ষেত্রেই শাসক দলের ছাত্র সংগঠনের নাম জড়িয়েছে। সুন্দরবন মহাবিদ্যালয়ে ছাত্র সংসদে যিনি বিয়ে করেছেন সেই অশোক গায়েন তৃণমূল ছাত্র পরিষদের (Trinamool Chhata Parishad) নেতা বলে অভিযোগ উঠেছে। শোনা যাচ্ছে, বিধায়ক মন্টুরাম পাখিরার (Manturam Pakhira) অত্যন্ত ঘনিষ্ঠ অশোক। বিধায়ক এই কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যান। তাঁর ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই অশোক কলেজে ছাত্র সংসদের মধ্যে বিয়ে করেছেন বলে অভিযোগ। শিক্ষা প্রতিষ্ঠানে এই ঘটনায় আপত্তি জানিয়েছেন স্থানীয়রা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।