বিশ্বকর্মা পুজোর দিন আকাশ ভাঙা বৃষ্টি! দিনভর দফায় দফায় ভিজবে বঙ্গ, তবে কী এবার সত্যিই বন্যা দেখা দেবে বাংলায়?

বিশ্বকর্মা পুজোর দিন আকাশ ভাঙা বৃষ্টি! দিনভর দফায় দফায় ভিজবে বঙ্গ, তবে কী এবার সত্যিই বন্যা দেখা দেবে বাংলায়?

Anulekha Kar | Published : Sep 16, 2024 11:20 PM
18
বিশ্বকর্মা পুজোর দিন আকাশ ভাঙা বৃষ্টি?

শুক্রবার থেকেই শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টিপাত। সোমবারও সকাল থেকে প্রবল বর্ষণ জেলায় জেলায়। ঠিক কবে কাটতে পারে নিম্ন চাপের প্রকোপ?

28
বিশ্বকর্মা পুজোর দিন আকাশ ভাঙা বৃষ্টি?

আবহাওয়া দফতর অনুযায়ী জানা গিয়েছে, এখনই কাটছে নিম্নচাপের প্রভাব। পরিস্থিতি আপাতত একই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিসের তরফে।

38
বিশ্বকর্মা পুজোর দিন আকাশ ভাঙা বৃষ্টি?

মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর দিন বেশ কিছুটা উন্নতি হতে পারে আবহাওয়ার। অনেকটাই ঝাড়খণ্ডে দিকে সরছে নিম্নচাপ। 

48
বিশ্বকর্মা পুজোর দিন আকাশ ভাঙা বৃষ্টি?

তবে বৃষ্টিপাত দেখা দেবে বেশ কিছু জেলায়। এখনই কাটছে না মেঘ। সমুদ্রে যেতে মৎসজীবীদের আজও নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতর থেকে।

58
বিশ্বকর্মা পুজোর দিন আকাশ ভাঙা বৃষ্টি?

শুধু নিম্নচাপই নয়, মৌসুমী বায়ু এখনও সক্রিয় পশ্চিমবঙ্গে। তাই এখনই কমছে না বৃষ্টিপাতের প্রকোপ।

68
বিশ্বকর্মা পুজোর দিন আকাশ ভাঙা বৃষ্টি?

তবে বিশ্বকর্মা পুজোর দিন বেশ অনেকটাই বৃষ্টিপাত কমতে পারে বলে জানা গিয়েছে। তবে শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে জেলায় জেলায়।

78
বিশ্বকর্মা পুজোর দিন আকাশ ভাঙা বৃষ্টি?

উত্তরবঙ্গেও বেশ অনেকটা আবহাওয়ার উন্নতি হতে পারে। বৃষ্টিপাতের পরিমাণও কমতে পারে উত্তরের জেলাগুলিতে।

88
বিশ্বকর্মা পুজোর দিন আকাশ ভাঙা বৃষ্টি?

সোমবারের পর বেশ অনেকটাই শক্তি হারিয়ে ফেলবে নিম্নচাপটি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলত উন্নতি হবে আবহাওয়ার

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos