ঘূর্ণিঝড় ফেঙ্গালের কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থমকে ছিল শীত।
তাপমাত্রা পারদ চড়ছিল
গত দুই থেকে দিন ধরেই ধীরে ধীরে চলছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ। কিন্তু এবার আবার শীত ফিরবে বলে ইঙ্গিত আলিপুর হাওয়া অফিসের।
তাপমাত্রার পতন
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আগামী ৪-৫ দিনের মধ্যেই ধীরে ধীরে তাপমাত্রার পারদ নামছে কলকাতা-সহ জেলাগুলিতে।
আজ কলকাতার তাপমাত্রা
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৬ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাতাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে।
রবিবার থেকেই তাপমাত্রা নিম্নগামী
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে , রবিবার থেকেই তাপমাত্রার পারদ ধীরে ধীরে নামবে।
বৃষ্টির সম্ভাবনা
ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও রবিবারও উপকূলের জেলগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রবল বৃষ্টি হবে না।
বৃষ্টি হবে
বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বাকি জেলাগুলি মোটের ওপর শুকনো থাকবে।
কুয়াশা
কুয়াশা পড়তে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে।
উত্তরের আবহাওয়া
উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুশায়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
শীতের দাপট
নভেম্বরের প্রথমেই এবার শীত পড়েছিল। কিন্তু তারপর ঘূর্ণিঝড়ের কারণে শীত চলে যায়। আবার নতুন করে শীতের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। শীত বিলাসীদের আশা এবার যেন শীত লম্বা ইনিংস খেলে।