Weather Update: ঘূর্ণিঝড়ের 'কাঁটা' সরিয়ে শীত ফিরছে, রইল আবহাওয়ার বড় আপডেট

Published : Dec 01, 2024, 04:03 PM IST

আবার শীত ফিরছে রাজ্যে। ঘুর্ণিঝড় ফেঙ্গাল আছড়ে পড়ার পর তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে রাজ্যের চার জেলার জন্য রয়েছে বৃষ্টির পূর্বাভাস। 

PREV
110
শীতের কাঁটা দূর

ঘূর্ণিঝড় ফেঙ্গালের কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থমকে ছিল শীত।

210
তাপমাত্রা পারদ চড়ছিল

গত দুই থেকে দিন ধরেই ধীরে ধীরে চলছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ। কিন্তু এবার আবার শীত ফিরবে বলে ইঙ্গিত আলিপুর হাওয়া অফিসের।

310
তাপমাত্রার পতন

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আগামী ৪-৫ দিনের মধ্যেই ধীরে ধীরে তাপমাত্রার পারদ নামছে কলকাতা-সহ জেলাগুলিতে।

410
আজ কলকাতার তাপমাত্রা

আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৬ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাতাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে।

510
রবিবার থেকেই তাপমাত্রা নিম্নগামী

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে , রবিবার থেকেই তাপমাত্রার পারদ ধীরে ধীরে নামবে।

610
বৃষ্টির সম্ভাবনা

ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও রবিবারও উপকূলের জেলগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রবল বৃষ্টি হবে না।

710
বৃষ্টি হবে

বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বাকি জেলাগুলি মোটের ওপর শুকনো থাকবে।

810
কুয়াশা

কুয়াশা পড়তে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে।

910
উত্তরের আবহাওয়া

উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুশায়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

1010
শীতের দাপট

নভেম্বরের প্রথমেই এবার শীত পড়েছিল। কিন্তু তারপর ঘূর্ণিঝড়ের কারণে শীত চলে যায়। আবার নতুন করে শীতের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। শীত বিলাসীদের আশা এবার যেন শীত লম্বা ইনিংস খেলে।

click me!

Recommended Stories