Weather News: কেমন থাকবে বড়দিনের আবহাওয়া? রবিবার শীত ফিরতেই উঠছে সেই প্রশ্ন

পৌষমাসেই নিম্মচাপ আর বৃষ্টি পিছু ছাড়েনি বাংলার। কিন্তু রবিবার সকাল থেকেই শীতের আমেজ। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে কেমন থাকবে বড় দিনের আবহাওয়া।

 

Saborni Mitra | Published : Dec 22, 2024 7:06 AM IST
110
পৌষেও বৃষ্টি

পৌষ মাসেও বষ্টি আর নিম্নচাপ পিছু ছাড়েনি। কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গের সঙ্গী ছিল বৃষ্টি আর মেঘলা আকাশ। সঙ্গে অবশ্যই ছিল কুয়াশা। এই অবস্থায় প্রশ্ন কেমন থাকবে বড়দিন বা ২৫ ডিসেম্বরের আবহাওয়া।

210
বড়দিন বা ২৫ ডিসেম্বর

বাড়িদিনে কাউন্টডাউন শুরু হয়েছে । আগামী বুধবার বড়দিন। ২৫ ডিসেম্বর মানেই উৎসবের দিন। গ্রীষ্ণপ্রধান দেশ ভারতে শীতের অনুষ্ঠান বড়দিন মানেই বাড়তি হইহুল্লোড়। তাই আবহাওয়া কেমন থাকবে তাই নিয়ে শুরু হয়েছে খোঁজ খবর।

310
রবিবারের আবহাওয়া

নিম্নচাপের জেরে কয়েক দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ ছিল উর্ধ্বগামী। কিন্তু রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ কিছুটা নিম্নগামী। এই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রির সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে বলেও পূর্বাভাস।

410
পরিষ্কার আকাশ

রবিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ রয়েছে পরিষ্কার, রোদঝলমলে। বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট।

510
শীতের আমেদ

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকবে শীতের আমেজ। কিন্তু তা স্থায়ী হবে না।

610
তাপমাত্রা বাড়বে

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস বুধবার , বড়দিনের আগেই ফের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে জাঁকিয়ে শীত না পড়লেও মনোরম আবহাওয়া থাকবে

710
দার্জিলিং তুষারপাত

দার্জিলিংএর উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমেও তুষারপাত তে পারে।

810
কুয়াশার পূর্বাভাস

উত্তরবঙ্গের পাঁচ জেলায় কুয়াশার থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদহতে কুশায়ার কারণে দৃশ্যমানতা কমবে।

910
পশ্চিমীঝঞ্ঝা

উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আছড়ে পরার সম্ভাবনা রয়েছে। রবিবার ২২ ডিসেম্বর এবং শুক্রবার ২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে ঝঞ্ঝা।

1010
শৈত্যপ্রবাহ

জম্মু-কাশ্মীর লাদাখে চলবে শৈত্যপ্রবাহ। শীত বাড়বে পঞ্জাব হরিয়ানা ও চণ্ডীগড়-সহ উত্তর ভারতে।

Share this Photo Gallery
click me!

Latest Videos