পৌষমাসেই নিম্মচাপ আর বৃষ্টি পিছু ছাড়েনি বাংলার। কিন্তু রবিবার সকাল থেকেই শীতের আমেজ। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে কেমন থাকবে বড় দিনের আবহাওয়া।
Saborni Mitra | Published : Dec 22, 2024 7:06 AM IST
পৌষেও বৃষ্টি
পৌষ মাসেও বষ্টি আর নিম্নচাপ পিছু ছাড়েনি। কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গের সঙ্গী ছিল বৃষ্টি আর মেঘলা আকাশ। সঙ্গে অবশ্যই ছিল কুয়াশা। এই অবস্থায় প্রশ্ন কেমন থাকবে বড়দিন বা ২৫ ডিসেম্বরের আবহাওয়া।
বড়দিন বা ২৫ ডিসেম্বর
বাড়িদিনে কাউন্টডাউন শুরু হয়েছে । আগামী বুধবার বড়দিন। ২৫ ডিসেম্বর মানেই উৎসবের দিন। গ্রীষ্ণপ্রধান দেশ ভারতে শীতের অনুষ্ঠান বড়দিন মানেই বাড়তি হইহুল্লোড়। তাই আবহাওয়া কেমন থাকবে তাই নিয়ে শুরু হয়েছে খোঁজ খবর।
রবিবারের আবহাওয়া
নিম্নচাপের জেরে কয়েক দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ ছিল উর্ধ্বগামী। কিন্তু রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ কিছুটা নিম্নগামী। এই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রির সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে বলেও পূর্বাভাস।
পরিষ্কার আকাশ
রবিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ রয়েছে পরিষ্কার, রোদঝলমলে। বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট।
শীতের আমেদ
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকবে শীতের আমেজ। কিন্তু তা স্থায়ী হবে না।
তাপমাত্রা বাড়বে
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস বুধবার , বড়দিনের আগেই ফের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে জাঁকিয়ে শীত না পড়লেও মনোরম আবহাওয়া থাকবে