আর মাত্র কয়েকদিনের মধ্যেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে জমা হবে ৬% অতিরিক্ত বেতন-সহ ভাতা

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ্য ভাতা নিয়ে ক্ষুব্ধ এবং মনে করা হচ্ছে খুব শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্ধিত বেতন জমা হবে।
Deblina Dey | Published : Jan 12, 2025 8:09 PM / Updated: Jan 12 2025, 08:40 PM IST
114

দেশের বাকি সব রাজ্যের মতো এবার বাংলায় কর্মীদের বাড়তে পারে মহার্ঘ ভাতা।

214

সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ্য ভাতা নিয়ে ক্ষুব্ধ। মমতা সরকার খুব শীঘ্রই এমন ঘোষণা করতে চলেছে। 

314

সবকিছু ঠিকঠাক থাকলে আর কয়েক দিনের মধ্যেই সরকারি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ জমা হবে।

414

মনে করা হচ্ছে একযোগে বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং মহার্ঘ ভাতার অতিরিক্ত তহবিল ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে খুব শীগ্রই। 

514

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য হতে চলেছে এ এক বড় ঘোষণা! 

614

সরকারি কর্মচারীদের প্রায় ৬ শতাংশ ডিএ বৃদ্ধি পেতে পারে বলে এমটাই মনে করা হচ্ছে।

714

মুখ্যমন্ত্রী প্রথমে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে মহার্ঘ্য ভাতা বাড়ানো হবে না। 

814

এখন সেই সিদ্ধান্ত বদলেছে। সরকারি কর্মচারীরা তাদের বকেয়া মহার্ঘ্য ভাতা পেতে দীর্ঘদিন ধরে আন্দোলন ও মামলা দায়ের করেছেন।

914

অবশেষে সকল রাজ্যের মতো এই রাজ্যেও ডিএ ঘোষণা করা হতে পারে। 

1014

রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য বাড়বে। মনে করা হচ্ছে টাকা বাড়বে মার্চ বা এপ্রিল মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ বেতন জমা হবে।

1114

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই হোমগার্ডদের ভাতা দ্বিগুণ করেছেন। 

1214

এবার তিনি সকলের জন্য সুখবর দিতে চলেছেন। এখন থেকে হোম গার্ডরা ৫ লক্ষ টাকা অবসর ভাতা পাবেন। 

1314

আগে এই ভাতার পরিমাণ ছিল ৩ লক্ষ টাকা।

1414

 এবার হোম গার্ডদের এককালীন ২ লক্ষ টাকা বৃদ্ধি দেওয়া হয়েছে। এবার ডিএও বাড়বে বলে আশায় আছে সরকারি কর্মচারিরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos