আর মাত্র কয়েকদিনের মধ্যেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে জমা হবে ৬% অতিরিক্ত বেতন-সহ ভাতা
পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ্য ভাতা নিয়ে ক্ষুব্ধ এবং মনে করা হচ্ছে খুব শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্ধিত বেতন জমা হবে।
Deblina Dey | Published : Jan 12, 2025 8:09 PM / Updated: Jan 12 2025, 08:40 PM IST
দেশের বাকি সব রাজ্যের মতো এবার বাংলায় কর্মীদের বাড়তে পারে মহার্ঘ ভাতা।
সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ্য ভাতা নিয়ে ক্ষুব্ধ। মমতা সরকার খুব শীঘ্রই এমন ঘোষণা করতে চলেছে।
সবকিছু ঠিকঠাক থাকলে আর কয়েক দিনের মধ্যেই সরকারি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ জমা হবে।
মনে করা হচ্ছে একযোগে বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং মহার্ঘ ভাতার অতিরিক্ত তহবিল ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে খুব শীগ্রই।
পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য হতে চলেছে এ এক বড় ঘোষণা!
সরকারি কর্মচারীদের প্রায় ৬ শতাংশ ডিএ বৃদ্ধি পেতে পারে বলে এমটাই মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী প্রথমে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে মহার্ঘ্য ভাতা বাড়ানো হবে না।
এখন সেই সিদ্ধান্ত বদলেছে। সরকারি কর্মচারীরা তাদের বকেয়া মহার্ঘ্য ভাতা পেতে দীর্ঘদিন ধরে আন্দোলন ও মামলা দায়ের করেছেন।
অবশেষে সকল রাজ্যের মতো এই রাজ্যেও ডিএ ঘোষণা করা হতে পারে।
রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য বাড়বে। মনে করা হচ্ছে টাকা বাড়বে মার্চ বা এপ্রিল মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ বেতন জমা হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই হোমগার্ডদের ভাতা দ্বিগুণ করেছেন।
এবার তিনি সকলের জন্য সুখবর দিতে চলেছেন। এখন থেকে হোম গার্ডরা ৫ লক্ষ টাকা অবসর ভাতা পাবেন।
আগে এই ভাতার পরিমাণ ছিল ৩ লক্ষ টাকা।
এবার হোম গার্ডদের এককালীন ২ লক্ষ টাকা বৃদ্ধি দেওয়া হয়েছে। এবার ডিএও বাড়বে বলে আশায় আছে সরকারি কর্মচারিরা।