এখনও রেহাই মিলল না গরম থেকে, কবে থেকে শীত পড়বে বঙ্গে? আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

নভেম্বরের অর্ধেক পেরিয়ে গেলেও এখনও শীতের আমেজ অনুভূত হয়নি। তবে হতাশ হওয়ার কোনও কারণ নেই, কারণ আর মাত্র দু-তিন দিনের মধ্যেই শীত ঢুকছে বঙ্গে। চলতি সপ্তাহ থেকেই শুরু হবে শীতের আমেজ।
Sayanita Chakraborty | Published : Nov 14, 2024 6:47 AM / Updated: Nov 14 2024, 06:48 AM IST
110

নভেম্বরের অর্ধের মাস কেটে গিয়েছে। এখনও সেভাবে অনুভূত হচ্ছে না শীতের আমেজ। ফলে হতাশ বাঙালি।

210

দিনের শুরুটা হালকা ঠান্ডা হওয়া অনুভূত হলেও এখনও শীত এল না বঙ্গে। ফলে করে শীত পড়বে তা নিয়ে সকলের মনেই রয়েছে প্রশ্ন।

310

কিছুদিন আগে শোনা গিয়েছিল, এবার নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই অনুভূত হবে উত্তুরে হাওয়া কিন্তু এই দ্বিতীয় সপ্তাহ প্রায় শেষের পথে। তা সত্ত্বেও তেমনই কোনও আবহাওয়ার পরিবর্তন না দেখতে পেয়ে হতাশ রাজ্যবাসী।

410

সদ্য আবহাওয়া নিয়ে বড় আপডেট এল প্রকাশ্যে। কবে থেকে শীত পড়বে তা জানাল হাওয়া অফিস। দিল বড় আপডেট।

510

হাওয়া অফিস সূত্রে খবর, আর মাত্র ২ দিন। তারপরই শীত আসছে বঙ্গে। ফলে হতাশার কোনও কারণ নেই। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কমবে পারদ।

610

নভেম্বরের প্রথম দিক থেকে শহরে কুয়াশার প্রভাব লক্ষ্য করা গিয়েছে। তবে, এখনও পর্যন্ত শীত অনুভূত হয়নি। উত্তরের পার্বত্য অঞ্চলের পাশাপাশি দক্ষিণের জেলাতেও শীতের আমেজ বোঝা যাচ্ছে না।

710

তবে, আর বেশিদিন না। ২ থেকে ৩ দিনের মধ্যে শীত ঢুকছে বঙ্গে। চলতি সপ্তাহ থেকেই শুরু হবে শীতের খেলা।

810

১৫ নভেম্বরের পর উত্তরবঙ্গেক পার্বত্য জেলাগুলোতে শীত পড়বে। সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকবে দক্ষিণ বঙ্গের জেলাগুলোতেও।

910

জানা গিয়েছে, ধীরে ধীরে কমবে তাপমাত্রার পারদ। তাই আর বেশি দেরি নেই। মাত্র ২ দিনের মধ্যে শীত আসছে। এই সময় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

1010

আপাতত রেহাই মিলেছে বৃষ্টি থেকে। স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি নামবে পারদ। এমনই জানাল হাওযা অফিস। চলতি সপ্তাহেই অনুভূত হবে শীত।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos