চতুর্থ দফার নির্বাচনে রাজ্যের সঙ্কটপ্রবণ কেন্দ্র কোনগুলি? তালিকা তৈরি করল নির্বাচন কমিশন

Published : Apr 30, 2024, 12:14 PM IST
Vote

সংক্ষিপ্ত

চতুর্থ দফার নির্বাচনে রাজ্যের সঙ্কট প্রবণ ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। চতুর্থ দফার নির্বাচনে রাজ্যের সঙ্কট প্রবণ ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। আগামী ১৩ মে মোট ৮টি আসনের ভোট নেওয়া হবে। নির্বাচন কমিশন জানিয়েছে চতুর্থ দফায় ১৫ হাজার ৫০৭ টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৬৪৭ টি কে সঙ্কট প্রবণ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

এরমধ্যে বোলপুর লোকসভা কেন্দ্রে ৬৫৯ টি ক্রিটিকাল ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। এছাড়া বীরভূমে ৬৪০, বহরমপুরে ৫৫৮, বর্ধমান দুর্গাপুরে ৪২২, রানাঘাটে ৪১০, আসানসোলে ৩১৯ টি ভোটকেন্দ্রকে সঙ্কট প্রবণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। চতুর্থ পর্বে সব থেকে কম সঙ্কট প্রবণ ভোট কেন্দ্র রয়েছে বর্ধমান পূর্বে -

-৩০১টি।

 কমিশনের বিধিমাফিক কোনও কেন্দ্রের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির স্পর্শকাতরতা দেখে সেটিকে ক্রিটাক্যাল বলে আখ্যা দেওয়া হয়। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এক বছর আগের পঞ্চায়েত ভোটের মানদণ্ড প্রাধান্য পাচ্ছে। কমিশনের নিয়ম অনুযায়ী কোনও একটি বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়লে, কোনও এক জন প্রার্থী ৭০ শতাংশের বেশি ভোট পেলে এবং কোনও একটি বুথে ১০ শতাংশের কম ভোট পড়লেও তা অতি সংবেদনশীল বলে ধরা হয়। 

PREV
click me!

Recommended Stories

Adhir Ranjan Chowdhury: ‘বিজেপির সঙ্গে সংঘাতে যেতে চান না মমতা!’ শাসকের আসল উদ্দেশ্য ফাঁস করলেন অধীর
নন্দীগ্রামে SIR-এর কাজে কি সন্তুষ্ট কমিশন? খতিয়ে দেখলেন পর্যবেক্ষক নীলম মিনা