বাড়িতে একা পেয়ে মালিকের মেয়েকে ধর্ষণ করল রাজমিস্ত্রি! 'জোর করে নয়, স্বেচ্ছায় ধরা দিয়েছেন তরুণী' দাবি অভিযুক্তের

Published : Jul 25, 2024, 12:09 PM IST
rape case rajasthan

সংক্ষিপ্ত

বাড়িতে একা পেয়ে মালিকের মেয়েকে ধর্ষণ করল রাজমিস্ত্রি

বাড়ির মেয়েকে ধর্ষণ করল রাজমিস্ত্রি। ব্যাপক চাঞ্চল্য নরেন্দ্রপুর এলাকায়। ইতিমধ্যেয় থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ। এদিন বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ধৃতকে।

নির্যাতিতার পরিবার জানিয়েছে, " প্রায় দিন কুড়ি ধরে নির্যাতিতার বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন অভিযুক্ত। মঙ্গলবার বিকেলে বাড়ি ফাঁকা পেতেই নির্যাতিতাকে আক্রমণ করে অভিযুক্ত। এরপর রাতেই থানায় লিখিত অভইযোগ দায়ের করা হয়।

অন্যদিকে মেয়েটিই নাকি তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল বলে দাবি করেছে অভিযুক্ত রাজমিস্ত্রি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

অভিযুক্ত জানায়, " আমার ওকে ভাল লাগত। মেয়েটারও আমাকে পাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু আমি কোনও ভাবেই জোর করিনি। জোর করলে তো ওর চেঁচামেঁচি করা উচিত ছিল। আমি ওকে জোরও করিনি মারধরও করিনি। "

যদিও এই অভিযুক্তের কথা সম্পূর্ণ মিথ্যা বলেই দাবি করেছে নির্যাতিতার পরিবার । মেয়েটির পরিবারের তরফে জানান হয়েছে যে " বল পূর্বক মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে"। অভিযুক্তের কড়া শাস্তির দাবি করেছে নির্যাতিতার পরিবার। ঘটনার সত্য-মিথ্যা যাচাই করছে পুলিশ।

PREV
click me!

Recommended Stories

Makar Sankranti 2026: মকর স্নান ঘিরে জয়দেব কেঁদুলিতে উৎসবের আবহ! অজয় নদীর তীরে উপচে পড়া ভিড়
সাগরের জলে বাড়ছে নির্বাচনী উত্তাপ, গঙ্গাসাগরে স্নানে এসে শাসক শিবিরকে আক্রমণ সুকান্ত মজুমদারের