অন্যদিকে, হাজার হাজার হস্তশিল্পী ও হাট ব্যবসায়ীর জীবিকা নিয়ে উদ্বেগ বাড়ছে। আইনি জটিলতায় সোনাঝুরি হাট আদৌ চালু থাকবে কিনা, নাকি অন্যত্র সরিয়ে নেওয়া হবে। এই প্রশ্নেই এখন শান্তিনিকেতনজুড়ে জল্পনা তুঙ্গে। দূষণ বনাম জীবিকা, সোনাঝুরি হাটের ভবিষ্যৎ এখন পরিবেশ আদালতের রায়ের অপেক্ষায়।