রাজ্যেও গঠন হবে সপ্তম বেতন কমিশন? কতটা বেতন-সহ ভাতা বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা

Published : Mar 05, 2025, 11:22 PM IST

পশ্চিমবঙ্গে প্রায় ১০ বছর পর সপ্তম বেতন কমিশন বসতে পারে। এতে বেতন কাঠামোর বড়সড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। চলতি বছর সেপ্টেম্বরেই নতুন কমিশন ঘোষণা হতে পারে।

PREV
19

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন। অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশন রাজ্যে বসেছে প্রায় ১০ বছর হল

29

প্রায় ১০ বছর পর বেতন কমিশন বসতে পারে এই রাজ্যে। বেতন কাঠামোও আসবে বিরাট বদল।

39

এবার ফের কমিশন বসানোর কথা ভাবছে রাজ্য সরকার। ২০১৫ সালে গঠিত হয়ে ২০১৯ সালে কার্যকর হয়েছিল ষষ্ঠ বেতন কমিশন।

49

২০১৫ সালে গঠিত হলেও ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছিল ২০১৯ সালে। 

59

২৬ এর আগেই দারুণ খবর দেবে মমতা সরকার। এই বছর সেপ্টেম্বর মাসেই ঘোষণা হতে পারে সপ্তম পে কমিশন বলে ধারণা করা যাচ্ছে।

69

১০ বছর অন্তর কেন্দ্র ও রাজ্য সরকার নতুন বেতন কমিশন গঠন করে।

79

জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া বা মুদ্রাস্ফীতির কারণেই বেতন কমিশব বসানো হয়।

89

বর্তমানে ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা। তা বেড়ে গিয়ে ১৮ শতাংশ হবে চলতি বছর এপ্রিলে।

99

এবার রাজ্যে বসবে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission)। প্রায় ১০ বছর পর বেতন কমিশন বসতে পারে এই রাজ্যে। বেতন কাঠামোও আসবে বিরাট বদল।

click me!

Recommended Stories