অষ্টম বেতন কমিশন নিয়ে নয়া তথ্য প্রকাশিত হয়েছে, যাতে বেসিক স্যালারি ও পেনশন ২০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বর্তমানে সরকারি কর্মীরা ৫৩ শতাংশ ডিএ পাচ্ছেন
তবে গত ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেটের দিন বাংলার সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়।
513
বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। তাতে একেবারেই সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মচারীরা, বারবার তাঁদের মন্তব্যে উঠে এসেছে।
613
এমনিতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএয়ের ফারাক ৩৯ শতাংশ। আর এই বকেয়ার জায়গায় মাত্র ৪ শতাংশ ডিএ ঘোষণা একেবারে সামান্য।
713
রাজ্য বিধানসভায় রাজ্যপালের জবাবি ভাষণে মহার্ঘভাতা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
813
মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, বিরোধিদের অনেকে সরকারি কর্মীদের উসকে দেওয়ার চেষ্টা করেন। এমন কুৎসায় কান দেবেন না।
913
২০১৯ সালে বাংলার ষষ্ঠ বেতন কমিশন চালু হয়। বাম আমলে কত ডিএ হয়েছিল?
1013
তিনি আরও বলেন, ৭৫ হাজার কোটির দেনা শোধ করে কিভাবে সব করছি?
1113
২০১১ থেকে ডিএ বাবদ ২ লক্ষ কোটি টাকা দিয়েছে এই তৃনমূল সরকার।
1213
এবারের রাজ্য বাজেটে ৪ শতাংশ ডিএ বাড়িয়েছে। এখন কর্মীরা ১৮% হারে ডিএ পান।
1313
২০১৯ সালের ডিএসহ সরকারি কর্মচারীদের ২.৫৭ গুণ বেতন বেড়েছে।