রেশন কার্ড থাকলেই অক্টোবর থেকে মাসে ১০০০ টাকা! জানুন কী বলছে রাজ্য সরকার

Published : Sep 30, 2025, 05:55 PM IST

Ration Card: পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য় সুরক্ষা যোজনার অধীনে রাজ্যের কোটি কোটি মানুষ বিনামূল্য রেশন সামগ্রী পেয়ে আসছেন। সম্প্রতি বিনামূল্যে রেশন দেওয়ার পাশাপাশি রেশন কার্ড থাকলেই মাসে ১০০০ টাকা করে সরকার দেবে- এমনই খবর ছড়িয়ে পড়েছে। 

PREV
15
রেশন ব্যবস্থা

পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য় সুরক্ষা যোজনার অধীনে রাজ্যের কোটি কোটি মানুষ বিনামূল্য রেশন সামগ্রী পেয়ে আসছেন। সম্প্রতি বিনামূল্যে রেশন দেওয়ার পাশাপাশি রেশন কার্ড থাকলেই মাসে ১০০০ টাকা করে সরকার দেবে- এমনই খবর ছড়িয়ে পড়েছে। আসুন জেনেনি এই খবরের সত্যতা কতটা।

25
রেশন প্রকল্প

পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতর বিভিন্ন ধরনের রেশন কার্ডের মাধ্যমে খাদ্য সুরক্ষা নিশ্চিত করে। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে.

35
রেশন কার্ডের ধরন

৫ রকম রেশন কার্ডের মাধ্যমে রেশন প্রকল্প চলে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারও বিনামূল্যে রেশন দিয়ে থাকে। অন্ত্যোদয় অন্ন যোজনার মাধ্য়মে পরিবার পিছু ৩৫ কেজি খাদ্যশস্য চাল ও গম দেয়। অগ্রাধিকার প্রাপ্ত পরিবার- এই কার্ডের মাধ্যমে প্রতিমাসে মাথাপিছু ৫ কেজি করে খাদ্য়শস্য দিয়ে থাকে সরকার। রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১- এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে ৫ কেডি করে চাল দিয়ে থাকে সরকার। রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ - এই কার্ডের মাধ্য়মে প্রতিমাসে ২ কেজি করে চাল ও গম দেয় বিলি করা হয়।

45
রেশন কার্ডে ১০০০ টাকা?

সম্প্রতি শোনা যাচ্ছে যে রেশন কার্ড থাকলেই গ্রাহকদের মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে। কিন্তু এই খবরের সত্যতা নেই। সরকার এখনও এই বিষয়ে কিছু জানায়নি। নবান্ন এই বিষয়ে কিছু জানায়নি। একটি সূত্রের খবর অনুযায়ী এই খবর পুরো অবৈধ। তবে রেশন কার্ড মূলত খাদ্য় শস্য বিতরণের জন্য। অর্থ বিলির জন্য নয়।

55
অন্য প্রকল্প

রেশন প্রকল্পে সরকারের আর্থিক সাহায্য করার কোনও পরিকল্পনা নেই। তবে রাজ্য সরকারের একাধিক প্রকল্প  রয়েছে যেখানে অর্থ সাহায্য করা হয়। যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী , বৃদ্ধ ও বিধবা ভাতা। স্বাস্থ্য়সাথী কার্ডের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা দেয় সরকার। 

Read more Photos on
click me!

Recommended Stories