গরমের চোটে প্রাণ ওষ্ঠাগত! দুই-এক দিনের মধ্যেই আবহাওয়া বদল? বড় খবর দিল হাওয়া অফিস

Published : Jun 13, 2024, 06:53 AM ISTUpdated : Jun 13, 2024, 10:05 AM IST

গরমে চোটে প্রাণ ওষ্ঠাগত! দুই-এক দিনের মধ্যেই আবহাওয়া বদল? বড় খবর দিল আবহাওয়া দফতর

PREV
18
বদলাতে পারে আবহাওয়া?

তীব্র গরমে নাজেহাল বঙ্গ। কিছুতেই কমছে না তাপমাত্রা। বিন্দুমাত্র বৃষ্টিপাতের দেখা মেনেলি দক্ষিণবঙ্গে।

28
বদলাতে পারে আবহাওয়া?

পারদের তাপমাত্রা ৪০-এর উপরে চড়েছে। এদিন পুরুলিয়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৪০-এর কাছাকাছি।

38
বদলাতে পারে আবহাওয়া?

সারা সপ্তাহে বিন্দুমাত্রও বৃষ্টিপাত হয়নি। সপ্তাহের শেষেও বৃষ্টিপাতের কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

48
বদলাতে পারে আবহাওয়া?

দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তাপ প্রবাহ চলছে। তবে এর মধ্যে ক্ষানিক স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দফতর।

58
বদলাতে পারে আবহাওয়া?

আগামী এক-দু’দিনে দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

68
বদলাতে পারে আবহাওয়া?

কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবানা রয়েছে। এক -দু দিনের মধ্যেই বদলাতে পারে আবহাওয়া।

78
বদলাতে পারে আবহাওয়া?

অন্যদিকে ঠিক কবে বর্ষা আসতে পারে তার কোনও ধারনা এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

88
বদলাতে পারে আবহাওয়া?

তবে উত্তরবঙ্গে ইতিমধ্যেই ঢুকে পড়েছে বর্ষা যার জেরে প্রায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়।

click me!

Recommended Stories