এপ্রিল থেকে টানা দেড় মাস গরমের ছুটি থাকবে? হতে পারে নয়া ঘোষণা! কবে থেকে ছুটি পড়ছে?

Published : Apr 01, 2025, 12:36 PM IST

৪০-এর ঘর ছুঁয়েছে তাপমাত্রা। চৈত্রেই বৈশাখের ছোঁয়ায় পাগল পাগল অবস্থা বাঙালির। তারমধ্যে স্কুল করতে গিয়ে নাজেহাল হয়ে যায় পড়ুয়ারা। এবার নয়া ঘোষণা হতে পারে। এপ্রিল থেকে টানা দেড় মাস গরমের ছুটি থাকবে? হতে পারে নয়া ঘোষণা! কবে থেকে ছুটি পড়ছে?

PREV
110

যে হারে আচমকা গরম বেড়েছে সেখানে বাংলার স্কুলগুলিতে ক্লাসের সময় এগিয়ে আনা হয়েছে বা প্রক্রিয়া চলছে।

210

এরই মাঝে আরও একটি প্রসঙ্গে রীতিমতো মাথাচাড়া দিয়ে উঠেছে। আর সেটা হল গরমের ছুটি (Summer Vacation)।

410

আবার একাংশ বলছেন গরমের ছুটির দিনক্ষণ আরও কিছুটা বাড়িয়ে দেওয়া হোক ছোট ছোট স্কুল পড়ুয়াদের কথা ভেবে। বর্তমানে এই নিয়ে শুরু হয়েছে টানাপড়েন।

510

তাহলে কি তাই হতে চলেছে?

610

এপ্রিল থেকে টানা দেড় মাস গরমের ছুটি থাকবে? হতে পারে নয়া ঘোষণা! কবে থেকে ছুটি পড়ছে?

710

শিক্ষক মহলের একাংশের দাবি, বিগত কয়েক বছরগুলিতে সরকারের তরফে যখন তখন গরমের ছুটি নিয়ে ঘোষণা করে দেয়।

810

এতে পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকাদের বেশ সমস্যার মধ্যেই পড়তে হয় বৈকি। তবে এবছর খানিকটা যাতে ব্যতিক্রম করা যায় সেই নিয়ে দাবি জানাচ্ছেন শিক্ষকরা।

910

অনেকের দাবি, হঠাৎ গরমের ছুটির বদলে দরকারে সকালে স্কুলের ব্যবস্থা করা হোক। যাইহোক, এখনও অবধি স্কুলগুলিতে গরমের ছুটিছাটা নিয়ে কিছু ঘোষণা হয়নি।

1010

‘কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসেস’-এর সম্পাদক সৌদীপ্ত দাস। তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরেই এটা চলছে। নির্ধারিত গরমের ছুটি ১০ দিন বা ১১ দিন। পরিস্থিতির চাপে তা বেড়ে হয় প্রায় দেড় মাস। কেন আগে থেকে পরিকল্পনা করে গরমের ছুটি দেওয়া হয় না? প্রয়োজনে সকালে স্কুল করে দেওয়া হোক।’

click me!

Recommended Stories