ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী? রাম নবমীর অনুষ্ঠান ঘিরে জল্পনা তুঙ্গে

Suvendu Adhikari in Ram Navami: রাম নবমী উপলক্ষ্যে এবার রীতিমত ব্যস্ত বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী ৫-৯ এপ্রিল তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে।

 

Saborni Mitra | Published : Mar 31, 2025 3:56 PM
111
রাম নবমীর প্রস্তুতি

রাম নবমীর প্রস্তুতি শুরু হয়েছে রাজ্য জুড়েই। গত কয়েক বছর ধরেই এই রাজ্যেও উত্তরপ্রদেশ বিহারের মত ঘটা করেই পালন করা হয় রাম নবমী।

211
উদ্যোক্তা

রাম নবমীর মূল উদ্যোক্তা রাম নবমী সমতি। কিন্তু এই সমিতির অধিকাংশ সদস্যই বিজেপি নেতা আর কর্মীরা। তাই এই রাজ্যে রাম নবমীর মূল রাশই থাকে বিজেপির হাতে।

311
ব্যস্ত রাজ্য নেতৃত্ব

রাম নবমী উপলক্ষ্য ব্যস্ত রাজ্যের প্রথম সারির নেতারা। দিলীপ ঘোষ থেকে শুভেন্দু অধিকারী , সুকান্ত মজুমদার- সকলেই বিশেষ কর্মসূচিতে ব্যস্ত থাকেন।

411
ব্যস্ত শুভেন্দু অধিকারী

রাম নবমী উপলক্ষ্যে এবার রীতিমত ব্যস্ত বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী ৫-৯ এপ্রিল তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে।

511
উত্তর থেকে দক্ষিণবঙ্গ

বিজেপি পরিষদীয় দল সূত্রের খবর রাম নবমীতে রাজ্যের প্রায় সব জেলাতেই পা রাখবেন শুভেন্দু। তেমনই পরিকল্পনা রয়েছে।

611
কাকদ্বীপ থেকে কোচবিহার

বিজেপির পরিষদীয় দল সূত্রের খবর ৫-৯ এপ্রিলের মধ্যেই শুভেন্দু দ্রুত বঙ্গ সফর করতে পারেন রাম নবমী উপলক্ষ্যে। কোচবিহার থেকে কাকদ্বীর যেতে পারেন। সব জেলাতেই তিনি যাওয়ার চেষ্টা করবেন।

711
পাঁচ দিনের কর্মসূচি

রাম নহমীতে পাঁচ দিনের কর্মসূচি নিয়েছেন শুভেন্দু। তেমনই বলছেন শুভেন্দুর এক ঘনিষ্ট। এই সফর বিধানসভা ভোটের আগে যথেষ্ট গুরুত্বপূর্ণ।

811
হিন্দুত্বের বার্তা

বিজেপি সূত্রের খবর রাম নবমী উপলক্ষ্য়ে জেলা সফর করে শুভেন্দু অধিকারী রাজ্যের হিন্দু ভোটারদের কাছে পৌঁছাতে চাইছেন। বিজেপি সূত্রের খবর আগামী নির্বাচনে এই রাজ্যে কট্টর হিন্দুত্বের পথেই হাঁটতে চলছে বিজেপি।

911
শুভেন্দুর দাবি

বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছে, রাম নবমীর অনুষ্ঠানে যাওয়ার আবেদন তাঁর দফতরেই জমা পড়েছে হাজারের ওপর। কাঁথির বাসভবন শান্তিকুঞ্জ, নন্দীগ্রামের বিধায়কের কার্যালয় আর হলদিয়া অফিসেও পৌঁছেছে আমন্ত্রণপত্র।

1011
পাখির চোখ ভবানীপুর

শুভেন্দু জানিয়েছেন রাম নবমী উপলক্ষ্যে যেভাবে আমন্ত্রণপত্র এসেছে তাতে সবগুলি গ্রহণ করা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে ঘনিষ্ট সূত্রের খবর ভবানীপুর শুভেন্দুর পাখির চোখ। আগামী রবিবার রাম নবমীর অনুষ্ঠানে তিনি ভবানীপুরে থাকতে পারেন। দাবি দক্ষিণ কলকাতা বিজেপির।

1111
ভবানীপুরের প্রার্থী

শুভেন্দু অধিকারী যেসভাবে বর্তমানে ভবানীপুরে সময় দিচ্ছেন তাতে বিজেপির অনেকেই মনে করছে তিনি ভবানীপুরে বিজেপির প্রার্থী হতে পারেন বিধানসভা নির্বাচনে। এই কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই শুভেন্দু ভবানীপুরে মমতাকে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos