Published : Apr 10, 2025, 07:40 PM ISTUpdated : Apr 10, 2025, 10:59 PM IST
SSC Job Cancel: চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা কি এই মাসে বেতন পাবেন? সুপ্রিম কোর্টের রায়ের পরই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। চালু হয়েছে সরকারি পোর্টালও।
সম্প্রতি চালু হয়েছে স্কুলগুলির বেতন পোর্টাল। এতদিন বন্ধ ছিল। রাজ্য সরকার জানিয়েছিল যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ ছিল।
510
পোর্টাল খোলা থাকবে
বেতন পোর্টাল খোলা থাকবে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত। এই পোর্টালেই শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বেতন সংক্রান্ত তথ্য আপলোড করা হয়।
610
আইনি পরামর্শ
শিক্ষা দফতর সূত্রের খবর, চাকরিহারাদের এই মাসে বেতন দেওয়া হবে কিনা তা নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। ১৭ এপ্রিলের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায়। বেতনের পাশাপাশি মহার্ঘ ভাতাও এই মাসেই হাতে পাওয়ার কথা সরকারি কর্মীদের। তাই নিয়েও আইনি পরামর্শ নিতে চলেছে শিক্ষা দফতর।
710
সমস্যা হবে না
অনেকের মতে চাকরিহারাদের বেতন দিলে আইনি সমস্যা হবে না। কারণ রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে চলেছে। এর জন্য রাজ্যের কাছে ৩০ দিন সময় রয়েছে। সে ক্ষেত্রে যে হেতু গোটা বিষয়টিই আইনি প্রক্রিয়ার মধ্যে থাকবে
810
শিক্ষা দফতরের চিন্তা
সূত্রের খবর চাকরিহারাদের বেতন দিলে আদালত অবমাননা হয় কিনা তা নিয়েও চিন্তায় রয়েছে রাজ্য শিক্ষা দফতর।
910
চাকরিহারাদের দাবি
চাকরিহারাদের একাংশ অবশ্য বেতনই চাইছেন না। তদের কথায় তারা সম্মানের সঙ্গে নিজেদের চাকরি ফেরত পেতে চাইছেন।
1010
চাকরিহারাদের কথা
সরকার কোনও সংশোধনী ছাড়া আমাদের বেতন দিলে পরবর্তী কালে তা আবার আমাদের ফেরত দিতে হতে পারে। ইতিমধ্যেই অযোগ্যদের বেতন ফেরতের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।