নভেম্বর মাসের আগে থেকেই বঙ্গে নিম্নমুখী হয়েছে তাপমাত্রার পারদ। নভেম্বরের শেষ দিকেও অব্যাহত রয়েছে সেই পারদ-পতন।
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সকালে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলির তাপমাত্রা নেমে গেছে প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, দক্ষিণের অন্যান্য জেলায় যা প্রায় ১৮ ডিগ্রির কাছাকাছি।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার আরও পতন হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
বৃহস্পতি, শুক্র ও শনিবার বঙ্গের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সকালের দিকে হালকা কুয়াশা দেখা গেলেও আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
অন্যদিকে, উত্তরবঙ্গে সামান্য বিপরীতমুখী হতে পারে আবহাওয়ার পরিস্থিতি। দার্জিলিং জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
তবে, দার্জিলিং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরের অন্যান্য জেলাগুলিতে আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে, বৃহস্পতিবার বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই।