উত্তর থেকে দক্ষিণ, সপ্তাহান্তে সর্বত্র দেখা যাবে মেঘলা আকাশ। ঝিরঝিরি বৃষ্টিতে ভিজতে পারে গোটা বাংলা।
বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। তার জেরে শনি ও রবিবার বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়।
ফ্রম দার্জিলিং টু কলকাতা, অর্থাৎ, উত্তর থেকে দক্ষিণ, সপ্তাহান্তে সর্বত্র দেখা যাবে মেঘলা আকাশ। ঝিরঝিরি বৃষ্টিতে ভিজতে পারে গোটা বাংলা।
শনিবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা , হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়।
উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। অন্যান্য জেলাগুলিতেও আকাশ মেঘাচ্ছন্ন হওয়ারই সম্ভাবনা।
শনি ও রবিবার কোনও জেলাতেই ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। এই বৃষ্টির পরেই পারদ পতন হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর থেকে দক্ষিণে।
আসন্ন সপ্তাহ থেকে দিনের তাপমাত্রা মোটামুটি একই রকম থাকলেও রাতের তাপমাত্রা প্রায় ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।