২৬ জানুয়ারি শীতের কামব্যাক! একধাক্কায় কলকাতার তাপমাত্রা ৩ ডিগ্রি নামল, কেমন থাকবে সরস্বতী পুজোর দিন

বিদায় বেলায় কী কাঁপিয়ে দিয়ে যাবে শীত? তাপমাত্রার খামখেয়ালীপনায় সেই প্রশ্নই তুলে দিল। শেষবেলায় এক ধাক্কায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমল তাপমাত্রা।

 

Saborni Mitra | N/A | Published : Jan 26, 2025 11:29 AM
110
পারদ নিম্নগামী

বিদায় বেলায় কী কাঁপিয়ে দিয়ে যাবে শীত? তাপমাত্রার খামখেয়ালীপনায় সেই প্রশ্নই তুলে দিল। শেষবেলায় এক ধাক্কায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমল তাপমাত্রা।

210
গরমের দাপট

গত দিন দুই ধরেই তাপমাত্রার পারদ ছিল উর্ধ্বগামী। মেঘলা আকাশ আর স্যাঁতস্যাঁতে আবহাওয়া ছিল।

310
শুক্রবারের তাপমাত্রা

শুক্রবার রাতে কলকাতার তাপমাত্রী ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু শনিবার রাতেই হঠাৎ করে ছন্দপতন।

410
শনিবার রাতের তাপমাত্রা

শনিবার রাতে হঠাৎ করেই তাপমাত্রা কমে যায় তিন ডিগ্রি। তাপমাত্রা হয় ১৫.১ ডিগ্রি সেলসিয়াস।

510
সাধারণতন্ত্র দিবসের আবহাওয়া

তাপমাত্রার এই পতনের কারণে সকাল থেকেই শীত শীত ভাব। সঙ্গী রোদ ঝলমলে আকাশ। ২৬ জানুয়ারি মনোরম আবহাওয়া।

610
পূর্বাভাস

তবে এখনই এমন শীত শীত ভাব বিদায় নিচ্ছে না। আগামী দুই দিন তাপমাত্রার পারদ কিছুটা হলেও নিম্নগামী থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। আগামী দুই দিন আকাশ থাকবে পরিষ্কার। তাপমাত্রার পারদও থাকবে নিচের দিকে। কলকাতার পারদ আজ রাতে ১৩ ডিগ্রিতে নামতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।

710
বুধবার থেকে হাওয়া পরিবর্তন

আলিপুর হাওয়া অফিসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অনুযায়ী বুধবার থেকে তাপমাত্রার পারদ কিছুটা হলেও চড়বে।

810
কুয়াশার সতর্কতা

ঘন কুয়াশার সতর্কতা। নয় জেলায় কুয়াশার দাপট সকালে। বেশকিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নামতে পারে। বেলার দিকে পরিষ্কার আকাশ।

910
ঘূর্ণাবর্ত রয়েছে

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে ২৯ শে জানুয়ারি। জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। আসাম ও আন্দামান সাগরে রয়েছে ঘূর্ণাবর্ত।

1010
সরস্বতী পুজোর আবহাওয়া

এই পরিস্থিতি বজায় থাকলে সরস্বতী পুজোয় শীতের আমেজ থাকবে বলেও আশা করছে আলিপুর হাওয়া অফিস।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos