২৬ জানুয়ারি শীতের কামব্যাক! একধাক্কায় কলকাতার তাপমাত্রা ৩ ডিগ্রি নামল, কেমন থাকবে সরস্বতী পুজোর দিন
বিদায় বেলায় কী কাঁপিয়ে দিয়ে যাবে শীত? তাপমাত্রার খামখেয়ালীপনায় সেই প্রশ্নই তুলে দিল। শেষবেলায় এক ধাক্কায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমল তাপমাত্রা।
Saborni Mitra | N/A | Published : Jan 26, 2025 11:29 AM
পারদ নিম্নগামী
বিদায় বেলায় কী কাঁপিয়ে দিয়ে যাবে শীত? তাপমাত্রার খামখেয়ালীপনায় সেই প্রশ্নই তুলে দিল। শেষবেলায় এক ধাক্কায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমল তাপমাত্রা।
গরমের দাপট
গত দিন দুই ধরেই তাপমাত্রার পারদ ছিল উর্ধ্বগামী। মেঘলা আকাশ আর স্যাঁতস্যাঁতে আবহাওয়া ছিল।
শুক্রবারের তাপমাত্রা
শুক্রবার রাতে কলকাতার তাপমাত্রী ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু শনিবার রাতেই হঠাৎ করে ছন্দপতন।
শনিবার রাতের তাপমাত্রা
শনিবার রাতে হঠাৎ করেই তাপমাত্রা কমে যায় তিন ডিগ্রি। তাপমাত্রা হয় ১৫.১ ডিগ্রি সেলসিয়াস।
সাধারণতন্ত্র দিবসের আবহাওয়া
তাপমাত্রার এই পতনের কারণে সকাল থেকেই শীত শীত ভাব। সঙ্গী রোদ ঝলমলে আকাশ। ২৬ জানুয়ারি মনোরম আবহাওয়া।
পূর্বাভাস
তবে এখনই এমন শীত শীত ভাব বিদায় নিচ্ছে না। আগামী দুই দিন তাপমাত্রার পারদ কিছুটা হলেও নিম্নগামী থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। আগামী দুই দিন আকাশ থাকবে পরিষ্কার। তাপমাত্রার পারদও থাকবে নিচের দিকে। কলকাতার পারদ আজ রাতে ১৩ ডিগ্রিতে নামতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।
বুধবার থেকে হাওয়া পরিবর্তন
আলিপুর হাওয়া অফিসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অনুযায়ী বুধবার থেকে তাপমাত্রার পারদ কিছুটা হলেও চড়বে।
কুয়াশার সতর্কতা
ঘন কুয়াশার সতর্কতা। নয় জেলায় কুয়াশার দাপট সকালে। বেশকিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নামতে পারে। বেলার দিকে পরিষ্কার আকাশ।
ঘূর্ণাবর্ত রয়েছে
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে ২৯ শে জানুয়ারি। জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। আসাম ও আন্দামান সাগরে রয়েছে ঘূর্ণাবর্ত।