মঙ্গলবার থেকে বড়দিনের পর্যন্ত দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিমবধমান, বীরভূম, মুর্শিদাবাদ থাকবে কুয়াশায় ঢাকা। বেলার দিকে পরিষ্কার হবে আবহাওয়া।
উত্তরবঙ্গের আবহাওয়া
বড়দিনে দার্জিলিঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, তুষারপাতও হতে পারে। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।
গরমেই নতুন বছর
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
আজ কলকাতর তাপমাত্রা
আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ১৭ ডিগ্রি। চলতি সপ্তাহে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাস।
দার্জিলিং-এর তাপমাত্রা
দার্জিলিং-এর তাপমাত্রা এদিন ছিল ৪.৪ ডিগ্রি। কালিম্পং, কোচবিহার-সহ উত্তরবঙ্গের কয়েকটি এলাকার তাপমাত্রা রাতের দিকে প্রায় ১০ ডিগ্রির নিচে নামছে।