Weather News: বড়দিনে কেমন থাকবে কলকাতার আবহাওয়া? তুষারপাত হবে দার্জিলিং-এ

বড়দিনের আগেই শীত গায়েব কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি তেকে। তারওপর রয়েছে বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে দার্জিলিংএ রয়েছে তুষারপাতের পূর্বাভাস।

 

Saborni Mitra | Published : Dec 24, 2024 10:47 AM IST
110
শীত উধাও

ডিসেম্বর মাসের শেষে শীত উধাও। মাঝ ডিসেম্বর থেকেই ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। কিন্তু বছর শেষে শীত গায়েব দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে।

210
বড়দিনের আবহাওয়া কেমন

আলোচনা শুরু হয়েছে কেমন থাকবে বড়দিনের আবহাওয়া। আলিপুর হাওয়া অফিস তারই পূর্বাভাস দিয়েছে।

310
বড়দিনেই বৃষ্টি

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী মঙ্গলবার থেকেই রাজ্যের তিন জেলায় বৃষ্টি শুরু হতে পারে।

410
বৃষ্টি হবে

মঙ্গলবার থেকে উপকূলবর্তী তিন জেলা- ক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র অবশ্য বৃষ্টির সম্ভাবনা নেই।

510
দার্জিলিংএ তুষারপাত

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দার্জিলিংএ তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

610
কুয়াশা ঢাকা জেলা

মঙ্গলবার থেকে বড়দিনের পর্যন্ত দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিমবধমান, বীরভূম, মুর্শিদাবাদ থাকবে কুয়াশায় ঢাকা। বেলার দিকে পরিষ্কার হবে আবহাওয়া।

710
উত্তরবঙ্গের আবহাওয়া

বড়দিনে দার্জিলিঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, তুষারপাতও হতে পারে। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

810
গরমেই নতুন বছর

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

910
আজ কলকাতর তাপমাত্রা

আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ১৭ ডিগ্রি। চলতি সপ্তাহে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাস।

1010
দার্জিলিং-এর তাপমাত্রা

দার্জিলিং-এর তাপমাত্রা এদিন ছিল ৪.৪ ডিগ্রি। কালিম্পং, কোচবিহার-সহ উত্তরবঙ্গের কয়েকটি এলাকার তাপমাত্রা রাতের দিকে প্রায় ১০ ডিগ্রির নিচে নামছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos