বড়দিনেও ভিজতে চলছে শহরবাসী, বৃষ্টির পূর্বাভাস উত্তরেও! পারদ পতন নিয়ে কী বলছে হাওয়া অফিস?

হাওয়া অফিস আজ থেকেই আংশিক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে যা ইতিমধ্যেই কোমল বাতাসে তাপমাত্রা বৃদ্ধির ফলে উষ্ণতা যোগ করেছে।

 

deblina dey | Published : Dec 24, 2024 1:49 AM IST / Updated: Dec 24 2024, 07:27 AM IST
18

কলকাতায় উর্ধমুখী তাপমাত্রার সঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বড়দিনেও বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

28

সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং বিকেলের মধ্যে সর্বোচ্চ ২৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

38

 হাওয়া অফিস আজ থেকেই আংশিক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে যা ইতিমধ্যেই কোমল বাতাসে তাপমাত্রা বৃদ্ধির ফলে উষ্ণতা যোগ করেছে।

48

দক্ষিণ ২৪ পরগনা হাওড়া এবং মেদিনীপুরের মতো উপকূলীয় জেলাগুলিতে ১৭-২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হালকা তাপমাত্রা দেখা যাবে এবং সারা দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

58

পশ্চিমবঙ্গের বাসিন্দাদের উপকূলীয় এবং উত্তর অঞ্চলে সম্ভাব্য হালকা বৃষ্টির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

68

বর্ষশেষ উৎসবমুখর শহরবাসীর একটাই প্রশ্ন জাঁকিয়ে ঠান্ডা কবে পড়বে? এই উত্তরে হাওয়া অফিস জানিয়েছে, বছর শেষের আগে পারদ পতনের সম্ভাবনা কম।

78

হাওয়া অফিস আরও জানিয়েছে, পর পর পশ্চিমী ঝঞ্চায় কারণে আটকে পড়ছে উত্তুরে হাওয়া। বর্তমানে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। যা শুক্রবার নাগাত প্রবেশ করতে পারে রাজ্যে।

88

এর আগে অর্থাৎ চলতি সপ্তাহ শেষের আগে আগামী তিন-চার দিন গোটা রাজ্যে রাতের তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। ২৭ ডিসেম্বরের পরে বর্ষশেষের ঠিক আগে রাজ্যে রাতের তাপমাত্রা নামতে পারে বলে আশা করছে হাওয়া অফিস।

Share this Photo Gallery
click me!

Latest Videos