ইদের ছুটিতে বাড়িতে এসে বেঘোরে প্রাণ গেল পরিযায়ী শ্রমিক আলতাফ শেখের।
মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের বাধপুলের পাশে একটি পরিত্যক্ত ও ভাঙাচোরা দোকানের পাশ থেকে উদ্ধার হয়েছিল আলতাফ শেখের দেহ। এই এলাকারই বাসিন্দা।
বাঁধপুলের পাশে একটি পরিত্যক্ত ভাঙাচোরা দোকানের পাশে পড়েছিল আলতাফের দেহ। গলায় ছিল ফাঁস দেওয়ায়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। কীভাবে খুন এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে।
ভগবান গোলা থানার ডাকবাংলো এলাকার বাসিন্দা আলতাফ। পরিযায়ী শ্রমিক। দীর্ঘদিন পরেই ইদের ছুটিতে বাড়িতে এসেছিল।
বাড়িতে এসে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পারে আলতফ। স্ত্রী ইদোল বিবির সঙ্গে প্রতিবেশী সালাম শেখের ঘনিষ্টতা মেনে নিতে পারেনি।
ইদোলা বিবির বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে পরিবারের মধ্যে আশান্তি চূড়ান্ত রূপ নেয়। সোমবার রাতে স্বামীস্ত্রীর মধ্যে প্রবল ঝগড়া হয়।
পরের দিনই স্থানীয় একটি পরিত্যক্ত দোকানের সামনে থেকেই মৃতদেহ উদ্ধার হয় ইদোলা বিবির স্বামী আলতাফ শেখের। স্থানীয়দেরই প্রশ্ন বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা দেওয়াতেই কি খুন করা হয়েছে।
আলতাফ খুনের তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই খুনের মামলাও রুজু করা হয়েছে।
ঘটনার পর থেকেই পলাতাক ইদোলা বিবি ও তঁর প্রেমিক সালাম শেখ।
স্থানীয়দের অনুমান সালাম শেখের সঙ্গে সম্পর্কে বাধা দেওয়াতেই খুন করা হয়েছিল আলতফকে। আর সেই কারণেই ঘটনার পর থেকেই প্রেমিক ও প্রেমিকা গা ঢাকা দিয়েছে।
Saborni Mitra