প্রেমে বাধা! প্রেমিককে সঙ্গে নিয়েই স্বামীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করল স্ত্রী

Published : Jun 10, 2025, 06:59 PM IST

মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের বাধপুলের পাশে একটি পরিত্যক্ত ও ভাঙাচোরা দোকানের পাশ থেকে উদ্ধার হয়েছিল আলতাফ শেখের দেহ। এই এলাকারই বাসিন্দা।

PREV
110
বেঘোরে মৃত্যু

ইদের ছুটিতে বাড়িতে এসে বেঘোরে প্রাণ গেল পরিযায়ী শ্রমিক আলতাফ শেখের।

210
দেহ উদ্ধার

মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের বাধপুলের পাশে একটি পরিত্যক্ত ও ভাঙাচোরা দোকানের পাশ থেকে উদ্ধার হয়েছিল আলতাফ শেখের দেহ। এই এলাকারই বাসিন্দা।

310
ক্রাইম সিন

বাঁধপুলের পাশে একটি পরিত্যক্ত ভাঙাচোরা দোকানের পাশে পড়েছিল আলতাফের দেহ। গলায় ছিল ফাঁস দেওয়ায়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। কীভাবে খুন এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে।

410
আলতাফের পরিচয়

ভগবান গোলা থানার ডাকবাংলো এলাকার বাসিন্দা আলতাফ। পরিযায়ী শ্রমিক। দীর্ঘদিন পরেই ইদের ছুটিতে বাড়িতে এসেছিল।

510
বিবাহবহির্ভূত সম্পর্ক

বাড়িতে এসে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পারে আলতফ। স্ত্রী ইদোল বিবির সঙ্গে প্রতিবেশী সালাম শেখের ঘনিষ্টতা মেনে নিতে পারেনি।

610
দাম্পত্য কলহ

ইদোলা বিবির বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে পরিবারের মধ্যে আশান্তি চূড়ান্ত রূপ নেয়। সোমবার রাতে স্বামীস্ত্রীর মধ্যে প্রবল ঝগড়া হয়।

710
পরদিন মৃতদেহ উদ্ধার

পরের দিনই স্থানীয় একটি পরিত্যক্ত দোকানের সামনে থেকেই মৃতদেহ উদ্ধার হয় ইদোলা বিবির স্বামী আলতাফ শেখের। স্থানীয়দেরই প্রশ্ন বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা দেওয়াতেই কি খুন করা হয়েছে।

810
তদন্তে পুলিশ

আলতাফ খুনের তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই খুনের মামলাও রুজু করা হয়েছে।

910
পলাতক

ঘটনার পর থেকেই পলাতাক ইদোলা বিবি ও তঁর প্রেমিক সালাম শেখ।

1010
স্থানীয়দের অনুমান

স্থানীয়দের অনুমান সালাম শেখের সঙ্গে সম্পর্কে বাধা দেওয়াতেই খুন করা হয়েছিল আলতফকে। আর সেই কারণেই ঘটনার পর থেকেই প্রেমিক ও প্রেমিকা গা ঢাকা দিয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories