Breaking News: রাজভবনে মোদীর রাত্রিবাসের দিনেই রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, থানায় মহিলা

বৃহস্পতিবার সন্ধ্য়ায় স্থানীয় হেয়ারস্ট্রিট থানার দ্বারস্থ হন এক মহিলা। সেখানে গিয়ে তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন

 

বৃহস্পতিবার রাতেই রাজভবনে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাজ্যে তিনটি জনসভা রয়েছে তাঁর। নরেন্দ্র মোদীর রাজভবনে আসার কিছুক্ষণআগেই রাজভবনে বড় ঘটনা সামনে এস। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন এক মহিলা। তিনি নিজেকে অবশ্য রাজভবনের কর্মী বলেও দাবি করেছেন। রাজভবন থেকে এখনও এই বিষয়ে কোনও কিছু জানান হয়নি।

বৃহস্পতিবার সন্ধ্য়ায় স্থানীয় হেয়ারস্ট্রিট থানার দ্বারস্থ হন এক মহিলা। তিনি নিজেকে রাজভবনের অস্থায়ী কর্মী হিসেবে দাবি করেছেন। সেখানে গিয়ে তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ তোলপাড় হয়েছে রাজ্যরাজনীতি। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে জানিয়েছেন, বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানিরর অভিযোগ উঠেছে। বিষয়টি ভয়াবহ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসছেন। তাঁর রাজভবনে রাত্রিবাস করার কথা। তারমধ্যেই এক মহিলা অভিযোগ করেছেন যে তিনি যখন রাজভবনে রাজ্যপালের কাছে দেখা করতে গিয়েছিলেন তখনই তাঁর শ্লীলতাহানি করা হয়েছে। অভিযোগকারিনীকে হেয়ারস্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Latest Videos

 

 

তবে এই বিষয়ে রাজভবন এখনও কিছুই জানায়নি। কিন্তু প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় বলেন, সংবিধানের ৩৬১ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের বিরুদ্ধে কোনও ফৌজদারী পদক্ষেপ করা যায় না। এব্যাপারে সংবিধান রক্ষাকবচ দিয়েছে। তবে জমিজমা সংক্রান্ত কোনও দেওয়ানি মামলায় পদক্ষেপ করা যায়। তবে এধরনের অভিযোগ অতীতে ওঠেনি বলেও তিনি মন্তব্য করেন।

Share this article
click me!

Latest Videos

'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya