পানাগড়ে দুর্ঘটনায় তরুণীর মৃত্যু নিয়ে মুখ খুলল পুলিশ, উত্যক্ত করার কোনও ঘটনা ঘটেনি

Published : Feb 24, 2025, 09:57 PM IST
crime

সংক্ষিপ্ত

মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কমিশনার একটি প্রেস কনফারেন্স করেন, যেখানে তিনি জানান যে সকালে থেকেই মিডিয়া এই ঘটনাকে বড় করে দেখাচ্ছে, কিন্তু অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া।

দুই গাড়ির মধ্যে ওভারটেক করা নিয়ে এক মহিলার সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গতকাল রাত্রে। পানাগড়ে কিছু মদ্যপ যুবক গাড়ি চালাচ্ছিলেন এবং সেই সময় হুগলির চন্দননগরের এক মহিলা সুতন্দ্রা চ্যাটার্জির নিজের বন্ধুদের সঙ্গে যাচ্ছিলেন, সেই সময় এক অন্য গাড়িতে মদ্যপান করে কিছু লোক ওই মহিলার প্রতি কটূক্তি করছিলেন বলে যে অভিযোগ উঠেছিল, তা আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী ভিত্তিহীন বলে জানিয়েছেন।

মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কমিশনার একটি প্রেস কনফারেন্স করেন, যেখানে তিনি জানান যে সকালে থেকেই মিডিয়া এই ঘটনাকে বড় করে দেখাচ্ছে, কিন্তু অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। এই সড়ক দুর্ঘটনায় যে মহিলার মৃত্যু হয়েছে, তিনি হুগলি জেলার চন্দননগরের বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রের মতে, রবিবার গভীর রাতে একটি গাড়িতে চালকসহ পাঁচজন চন্দননগর থেকে গয়া যাচ্ছিলেন। দাবি করা হচ্ছিল যে, বুদবুদ এলাকায় পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার পর পানাগড়ের কিছু যুবক ওই মহিলার গাড়িকে অনুসরণ করতে থাকেন এবং আপত্তিকর মন্তব্য করেন। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর এমন কোনও ঘটনার প্রমাণ মেলেনি।

উল্টে, মৃত মহিলা যে গাড়িতে ছিলেন, সেটিই পানাগড়গামী অন্য একটি গাড়িকে অনুসরণ করছিল। যে গাড়িটিকে মৃত মহিলা অনুসরণ করছিলেন, তাতে থাকা ব্যক্তিরা পানাগড় রাইস মিল এলাকার বাসিন্দা। যখন সেই গাড়িটি পানাগড় রাইস মিলের কাছে একটি গলিতে ঢুকে যায়, তখন মৃত মহিলার গাড়িও তাকে অনুসরণ করে সেখানে পৌঁছয়। সেই সময় জিটি রোডের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের সঙ্গে মৃত মহিলার গাড়ির সংঘর্ষ হয় এবং সেটি উল্টে যায়। এই দুর্ঘটনায় মহিলার মৃত্যু হয় এবং তার দুই সঙ্গী আহত হন। স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

PREV
click me!

Recommended Stories

বড় চমক! এবার মাসে মাসে মিলবে ২৫০০ টাকা, ভাতা বৃদ্ধি নিয়ে বিরাট ইঙ্গিত রাজ্য সরকারের
ডিসেম্বরের শুরুতেই শীতের ব্যাটিং শুরু, সপ্তাহান্তে পারা পতনে কাঁপবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ