থানার ভিতরেই পুলিশ অফিসারের সঙ্গে বিবাহবহিভূর্ত সম্পর্কের অভিযোগ, উদ্ধার মহিলা হোমগার্ডের ঝুলন্ত দেহ

Published : Dec 28, 2025, 10:02 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Death News: থানার কোয়াটারের ভিতর থেকে উদ্ধার  মহিলা হোমগার্ডের দেহ। প্রণয়ঘটিত সম্পর্কের জেরে খুন নাকি আত্মহত্যা! বাড়ছে রহস্য। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন….

Death News: ক্যানিং থানার কোয়াটার থেকে উদ্ধার মহিলা হোম গার্ডের দেহ। থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের পরিবারের। জানা গিয়েছে, মহিলা হোম গার্ডের দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং থানার ক্যানিং পুলিশ কোয়াটারের মধ্যেই। নিহত ওই পুলিশ কর্মীর নাম গুলজান পারভীন মোল্লা ওরফে রেশমি। বয়স ২২ বছর।

মহিলা হোমগার্ডের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা:- 

 নিহত ওই হোমগার্ড পুলিশকর্মীর বাড়ি জীবনতলা থানা উত্তর মৌখালী এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার ডিউটি ছেড়ে ক্যানিং থানার পিছনে থাকা কোয়ার্টারে গিয়েছিলেন। তারপর বাড়ির থেকেই বারবার ফোন করার পরও ফোনে কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। 

অভিযোগ, সারাদিন ফোন করার পর যখন তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। তখন বাড়ির লোকজন চলে আসে ক্যানিং থানাতে। বোন রুকসানা খাতুন কোয়ার্টারে চলে যায়। কোয়াটারের দরজা তখন ভেতর থেকে ভেজানো ছিল। দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখে ওড়না গলায় পেঁচিয়ে সিলিংয়ের সঙ্গে ঝুলছে তার দিদি তথা ওই মহিলা হোমগার্ড। 

দিদির এই অবস্থা দেখার পর কান্নায় ভেঙে পড়েন বোন। এরপর ক্যানিং থানা থেকে পুলিশ গিয়ে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কীনা তাও খতিয়ে দেখা হচ্ছে ক্যানিং থানার তরফ থেকে।

খুন না আত্মহত্যা তাও তদন্ত করে দেখা হচ্ছে। দু'বছর আগে পঞ্চায়েত ভোটের সময় ভাঙরে গিয়ে খুন হয় বাবা রশিদ মোল্লা। তারপর হোম গার্ডের চাকরি দেওয়া হয়েছিল বাড়ির বড় মেয়েকে। আর এদিনের বড় মেয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের। মৃত হোম গার্ডের বাড়ি জীবনতলা থানার উত্তর মৌখালী এলাকায়।

এদিকে মৃতের পরিবারের তরফ থেকে ক্যানিং থানার সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্য্য নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের অভিযোগ, সায়নের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল গুলজানের। বিষয়টি জানাজানি হওয়ায় সে খুন করেছে বলে অভিযোগ। তবে সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Today live News: থানার ভিতরেই পুলিশ অফিসারের সঙ্গে বিবাহবহিভূর্ত সম্পর্কের অভিযোগ, উদ্ধার মহিলা হোমগার্ডের ঝুলন্ত দেহ
পাখির চোখ বিধানসভা ভোট, জানুয়ারি থেকেই জেলা সফর শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের