মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, বিজেপিকে যত আগে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায় ততই মঙ্গল।
তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও নিশানা করলেন বিজেপিকে। পাশাপাশি মালদা দাঁড়িয়ে কর্ণাটক বিধানসভা ভোট নিয়েও কড়া বার্তা দেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় কর্ণাটক থেকে বিজেপির পতন শুরু হলে তিনি খুশি হবেন। তিনি আরও বলেন বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য হিন্দু ধর্মকে অপমান করছে। মালদায় তৃণমূলে নবজোয়ার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি ভাষণ দিতে গিয়ে নিজেকর রাজনৈতিক জীবনের লড়াইয়ের কথাও স্মরণ করিয়ে দেন।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রথম থেকেই বিজেপির বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, 'বিজেপিকে যত আগে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায় ততই মঙ্গল।' মালদা থেকে কর্ণাটকের বাসিন্দাদের আবেদন জানিয়ে মমতা বলেন, 'কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেবেন না। আপনার পছন্দের অন্য কোনও দলকে ভোট দিন। কর্ণাট থেকে বিজেপির পতন শুরু হলে আমি খুশি হব।'মমতা আরও বলেন, বিজেপি হিন্দু ধর্মের আধ্যাত্মিকতাকে ধ্বংস করছে। এদিন মমতা দিল্লির যন্তরমন্তকরে পুলিশ ও কুস্তিগীরদের মধ্যে মারামারির কথাও উল্লেখ করেন। বলেন এই ঘটনা তাঁকে রীতিমত আহত করেছে। তিনি কেন্দ্রীয় দল পাঠিয়েছিলেন বলেও মন্তব্য করেন। মমতা আন্দোলনকারীদের পাশে রয়েছেন বলেও জানান। তিনি বলেন এই বিষয়ে বিজেপির অবস্থান স্পষ্ট করা উচিৎ।
অন্যদিকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে অংশ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চ শেয়ার করেন। সেখানেই তিনি কর্মসূচির প্রশংসা করেন। তিনি বলেন, তিনি অভিষেককে একটু বিশ্রাম নিয়ে আবার কর্মসূচিতে অংশগ্রহণের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু অভিষেক নিজের সিদ্ধান্ত অনড় রয়েছেন বলেও জানিয়ে দেন মমতা। তিনি বলেন, 'আজকালকার দিনের ছেলে মেয়েরা কারও কথা শোনে না। তারা নিজের সিদ্ধান্তে অনড় থাকে। তবে যাইহোক তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে যথেষ্ট সাড়া পাওয়া গেছে। মানুষ খুব ভালভাবে এই কর্মসূচি গ্রহণ করেছে।' তিনি জানিয়েছেন এই কর্মসূচিতে তাঁরও পূর্ণ সমর্থন রয়েছে।
২৫ এপ্রিল থেকে রাজ্যে জনসংযোগ যাত্রা করতে শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে নবজোয়ার কর্মসূচির মূল উদ্দেশ্য হল শান্তিপূর্ণ অবাধ পঞ্চায়েত নির্বাচনের দাবি। পাশাপাশি মানুষের মতামত নিয়ে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জন্য প্রার্থী বাছাই করা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন,পঞ্চায়েত নির্বাচনের জন্য ৬০ হাজার প্রার্থী বেছে নেবে রাজ্যের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ। গ্রাম পঞ্চায়েত স্তর থেকেই এইভাবে প্রার্থী বাছাই করা হবে। যে কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দিও এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি জায়গায় ব্যালট বাক্স চুরি ও লুঠপাটের ঘটনা তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছে। তবুই অভিষেকের জনসংযোগ যাত্রায় মানুষের ভিড় বাড়ছে।